প্রতীকী ছবি (Photo Credit: Twitter)

জম্মু: বুধবার সকাল থেকে ফের জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) রাজৌরি (Rajouri) ও কুপওয়ারা (Kupwara) জেলায় জঙ্গিদের (Terrorists) সঙ্গে গুলির লড়াই (gunfights) শুরু হয়েছে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলির (security)। এপ্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) নর্দান সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (Northern army commander lieutenant general Upendra Dwivedi) অভিযোগ করেন, কাশ্মীর উপত্যকার শান্তি (peace) নষ্ট করতে সীমান্তের ওপার থেকে বন্দুকবাজ উগ্রপন্থীদের (radicalised gunmen) ভারতে (India) অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে পাকিস্তান (Pakistan)।

বুধবার রাজৌরিতে এনকাউন্টারের ফলে এখনও পর্যন্ত দুই জঙ্গি খতম হয়েছে ও শহিদ হয়েছেন একজন ভারতীয় সেনা জওয়ান। নিজের হ্যান্ডেলারকে বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে কেন্ট নামে এক সেনা কুকুরেরও।

জম্মুতে দু-দিন ধরে চলা নর্থ টেক সিমপোজিম ২০২৩-এর শেষ লগ্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনকাউন্টারের বিষয়ে মুখ খোলেন নর্দান সেনা কমান্ডার। এপ্রসঙ্গে বলেন, "জম্মু ও কাশ্মীরের শান্তি নষ্ট করতে পুরনো পন্থা অবলম্বন করে এখানে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছে পাকিস্তান। যখন প্রতিবছর কাশ্মীর উপত্যকায় ২ কোটি ২৫ লক্ষ পর্যটক আসতে শুরু করেছেন তখন ফের এখানকার শান্তি নষ্ট করতে চাইছে তারা। ফের এই অঞ্চলে সন্ত্রাসবাদী কাজকর্ম চালানোর চেষ্টা করছে। তবে আমরাও প্রস্তুত রয়েছি, পাকিস্তানের এই ধরনের অপচেষ্টা ও ষড়যন্ত্র যে কোনও মূল্যে রোখা হবে।" আরও পড়ুন: INDIA Alliance Coordination Committee: শরদ পাওয়ারের বাসভবনে চলছে ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠক, দিল্লির ভিডিয়ো