Indian Railway (Photo Credit: X@airnews_kolkata)

পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজের জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলের অন্তর্গত নিউ জলপাইগুড়ি স্টেশনে Pre Non - Interlocking এবং Non Interlocking এর কাজ চলবে। এই কারণে আজ বেশ কিছু ট্রেনের যাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে। আজ (19.08.2025) 75721 শিলিগুড়ি জংশন - হলদিবাড়ি DMU বাতিল থাকবে। আগামীকাল 15777/15778 নিউ জলপাইগুড়ি - আলিপুরদুয়ার জংশন - নিউ জলপাইগুড়ি টুরিস্ট এক্সপ্রেস, 55749/55750 নিউ জলপাইগুড়ি - হলদিবাড়ি - নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার, 55751/55752 নিউ জলপাইগুড়ি - হলদিবাড়ি - নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার , 15703/15704 নিউ জলপাইগুড়ি - বঙ্গাইগাঁও - নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, 15710/15709 নিউ জলপাইগুড়ি - মালদা টাউন - নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস আগামী কাল অবধি বাতিল থাকবে। পাশাপশি 75722 হলদিবাড়ি - শিলিগুড়ি DMU বাতিল থাকবে। এর পাশাপাশি আজ কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হচ্ছে। 52541 নিউ জলপাইগুড়ি - দার্জিলিং আজ নিউ জলপাইগুড়ির পরিবর্তে শিলিগুড়ি জংশন থেকে,52540 দার্জিলিং - নিউ জলপাইগুড়ি শিলিগুড়িতে যাত্রা শেষ করবে। এছাড়া 12041 হাওড়া - নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস আজ কিষণগঞ্জে যাত্রা শেষ করবে এবং আগামীকাল 12042 নিউ জলপাইগুড়ি - হাওড়া শতাব্দী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ির পরিবর্তে কিশান গঞ্জ থেকে ছাড়বে। এর পাশাপাশি আজ বেশ কিছু মেল এক্সপ্রেস , সুপার ফাস্ট ট্রেনের যাত্রার সময় সূচি পরিবর্তিত হচ্ছে বলে রেল সূত্রের খবর।