ভুয়ো পুলিশের ভুয়ো থানা। আর সেই থানায় হানা দিল আসল পুলিশ। রবিবার এমনই ঘটনা ঘটল নয়ডার (Noida) ফেজ ৩-এ। তল্লাশি অভিযানে পুলিশের হাতে উঠে একাধিক জাল নথি। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে নয়ডা সহ উত্তরপ্রদেশের বিভিন্ন জেলা তো বটেই, এমনকী ভিনরাজ্যেও তল্লাশি সূত্রে অভিযান চালিয়ে টাকা লুট করেছে অভিযুক্তরা। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

ভুয়ো মামলায় ফাসিয়ে টাকা আদায়

তদন্ত চালিয়ে পুলিশ জানতে পেরেছে, মাসদুয়েক আগে নয়ডার সেক্টর ৭০-তে ইন্টারন্যাশানাল পুলিশ ও আইবি অফিস নামে একটি থানা খোলা হয়। আর সেথানে আর পাঁচটি থানার মতোই কাজ চলছিল। স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানাতে থানায় আসত। এমনকী বিভিন্ন জায়গায় গিয়ে তল্লাশি অভিযান চালাতো এই থানার পুলিশরা। গত দু’মাস ধরে পুলিশও এই বিষয়ে টের পায়নি। তবে সম্প্রতি কিছু মানুষ অভিযোগ তুলতে শুরু করে যে থানার অফিসাররা ভুয়ো মামলায় ফাসিয়ে টাকা আদায় করছিল।

উদ্ধার ভুয়ো নথিপত্র

আর তারপরই নয়ডা পুলিশ রবিবার ভুয়ো থানায় তল্লাশি চালায়। সেখান থেকে উদ্ধার ভুয়ো নথি, স্ট্যাম্প, সরকারি স্ট্যাম্প দেওয়া ভুয়ো কাগজ সহ একাধিক জিনিসপত্র। এমনকী অভিযুক্তদের থেকে উদ্ধার হয়েছে ভুয়ো আইডি কার্ড। সেই সমস্ত কিছু বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে ৬ জনকে।