Representational Image (Photo Credits: Pixabay)

সবেমাত্র শেষ হয়েছে আইপিএল ২০২৫। আর তারপরেই উত্তরপ্রদেশ পুলিশের নজরে এল বেটিং চক্র। নয়ডায় (Noida) সেক্টর ৭৫ এলাকায় একটি ফ্ল্যাট থেকে আটক করা হল ৮ যুবককে। তাঁদের থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা, একাধিক মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, এটিএম কার্ড এবং সিম। জানা যাচ্ছে, এই মরসুমে অনলাইন প্লাটফর্মের সাহায্যে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে এই অভিযুক্তরা। এদিন গ্রেফতারির পরই অভিযুক্তদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে পেশ করে তদন্তকারী আধিকারিকরা।

ভাড়া ফ্ল্যাটে বেটিং চক্র চালাত অভিযুক্তরা

জানা যাচ্ছে, দিনকয়েক আগেই এই সংক্রান্ত খবর আসে নয়ডার সেক্টর ১১৩ এলাকার থানায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে সেক্ট ৭৫-এ একটি ভাড়া ফ্ল্যাটে কয়েকজন যুবক এই ঘটনায় জড়িত। তবে শুধু আইপিএল নয়, এর আগেও একাধিক ক্রিকেট টুর্নামেন্টে সক্রিয় ছিল এই বেটিং চক্র। অভিযোগ পেতেই বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে গ্রেফতার করে আট অভিযুক্তকে।

বাজেয়াপ্ত লক্ষাধিক টাকা ও গ্যাজেট

জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই এই চক্র সক্রিয় ছিল। অনলাইন ক্যাসিনোর মাধ্যমে এই চক্র বেটিং চালাত। তাঁদের থেকে উদ্ধার হয়েছে ১২টি মোবাইল ফোন, ৪টি ল্যাপটপ, ১টি ট্যাবলেট, ২৮টি এটিএম কার্ড এবং ২৫টি সিম কার্ড। সেই সঙ্গে উদ্ধার হয়েছে লক্ষাধিক নগদ টাকা। ইতিমধ্যেই সেগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ।