লখনউ, ১৫ জুন: কোভিডের টিকা না নিলে পাবেন না বেতন। টিকা (COVID-19 Vaccination) নেওয়ার পর তার শংসাপত্র দেখালে তবেই মিলবে মাসের বেতন। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এমনই নিয়ম লাগু করল উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলা।
No salary without Covid vaccination certificate for govt employees in UP's Lakhimpur Kheri district. @DmKheri says Covid vaccination is the only protection against Covid and everyone should ensure vaccination. @Benarasiyaa @UPGovt pic.twitter.com/A2DOLpfITt
— Kanwardeep singh (@KanwardeepsTOI) June 14, 2021
লখিমপুর খেরির জেলাশাসক অরবিন্দ কুমার চৌরাসিয়া বলেন, কোভিডের টিকা নিয়ে, সেই শংসা পত্র জমা দিতে হবে সরকারি কর্মচারীকে ( Government Employees)। তা না হলে, বাকি পড়ে থাকবে মাসের বেতন। ট্রেজারি দফতরকেও এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। টিকা না নিলে, সংশ্লিষ্ট কর্মচারীর বেতন যাতে না দেওয়া হয়, সে বিষয়ে নির্দেশ দেন জেলাশাসক।
আরও পড়ুন: Nusrat Jahan: সম্পর্ক নিয়ে বিতর্ক, 'শক্তিশালী' মন্তব্যে সমালোচনার জবাব নুসরতের
এ বিষয়ে অরবিন্দ কুমার চৌরাসিয়া বলেন, কোভিডকে (Corona) যেন কেউ হালকাভাবে না নেন। সরকারি কর্মচারীরা প্রত্যহ সাধারণ মানুষের সংস্পর্শে আসছেন। কাজ করতে গিয়ে সরকারি কর্মচারীরা যাতে কোভিডের গ্রাসে না পড়েন, সেদিকে নজর রাখতেই ওই নির্দেশ জারি করা হয়েছে বলে জানান জেলাশাসক।