Photo Credit MIT

ডায়াবেটিস বা অন্য রোগের ক্ষেত্রে যাদের প্রতিনয়ত ইঞ্জেকশনের ওপর যাদের নির্ভরশীল থাকতে হয় তাদের জন্য় একটি সুখবর। এমআইটি গবেষকদের তরফে এমন এক যন্ত্র আবিষ্কার করা হয়েছে যার মাধ্যমে আপনি বিনা ব্যাথায় দেহের মধ্যে নিতে পারেন ওষুধ।

চামড়াকে ব্যবহার করে তার মধ্যে দিয়েই প্রবেশ করানো যাবে ড্রাগস। আর যে পদ্ধতি এই যন্ত্রে ব্য়বহার করা হচ্ছে তার নাম আলট্রাসনিক ওয়েভ। এই আলট্রাসনিক ওয়েভকে ব্যবহার করে চামড়ার সুক্ষ ছিদ্রের মাধ্যমে শরীরে প্রবেশ করানো হচ্ছে প্রয়োজনীয় ওযুধ।একেবারে কোন ব্যাথা ছাড়াই। আর এই পদ্ধতি ভবিষ্যতে বহু রোগীর উপকারে আসবে বলে মনে করছেন গবেষকরা।

হাতের তালুর মধ্যে ডিস্ক আকারের একটি যন্ত্র বসানো হচ্ছে যা ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে রুপান্তরিত করছে, এবং মেশিনের মধ্যে থাকা লিকুইড ড্রাগসে ক্রমাগত চাপ সৃষ্টি করছে। আর এই চাপের ফলে চামড়ার সুক্ষ ছিদ্র দিয়ে প্রবেশ করছে প্রয়োজনীয় ড্রাগস। আলট্রাসনিক ওয়েভেয়ের মাধ্যমে প্রবেশ করানো ড্রাগস ২৬ শতাংশ বেশি ভালোভাবে শরীরে প্রবেশ করছে  এবং তা কার্যকরীও।

নতুন এই পদ্ধতি চিকিৎসা বিজ্ঞানে নতুন পথ দেখাবে বলে মনে করছেন অনেকেই।