নতুন দিল্লি, ১৬ সেপ্টেম্বর: গত ৬ মাসে চিন সীমান্তে (China Border) কোনও অনুপ্রবেশের (Infiltration) ঘটনা ঘটেনি। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রক (Union home ministry) সংসদে একথা জানিয়েছে। আজ রাজ্যসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (Nityanand Rai) নিত্যানন্দ রায় এক প্রশ্নের উত্তরে বলেন, “সরকার সীমান্ত অনুপ্রবেশ নিয়ন্ত্রণে বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি নিয়েছে। যার মধ্যে আন্তর্জাতিক সীমানা / নিয়ন্ত্রণ রেখা বরাবর বহু-স্তরে বাহিনী মোতায়েন, উন্নত ইন্টেলিজেন্স ও অপারেশনাল সমন্বয়, বর্ডারে বেড়া দেওয়া, প্রযুক্তিগত সরঞ্জাম মোতায়েন করা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।"
প্রশ্নের লিখিত জবাবে পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশের ঘটনাগুলিও জানিয়েছন মন্ত্রী। জবাবে মন্ত্রী জানিয়েছেন ফেব্রুয়ারি থেকে জুন অবধি ৪৭টি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এপ্রিল মাসে সর্বাধিক অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছিল। আরও পড়ুন: Rajnath Singh On India-China Face-Off in Parliament: ভারত-চিন সীমান্ত উত্তেজনার সমাধানসূত্র মেলেনি এখনও, ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ রাজনাথ সিংয়ের
গত মে মাস থেকে ভারত-চিন সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি৷ গতকাল লোকসভায় সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh)। তিনি বলেন, সীমান্ত সমস্যার সমাধানসূত্র মেলেনি এখনও। দ্বিপাক্ষিক চুক্তির উপর নির্ভর করে যে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অর্থাৎ এলএসি (LAC) নির্ধারিত হয়েছে, তা মানতে চাইছে না চিন। অর্থাৎ দু'তরফে এখনও কোনও সমাধানের ইঙ্গিত মেলেনি। তবে বেজিংকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় জওয়ানরা (Indian Army At LAC)। দেশবাসীর উচিত ভারতীয় সেনাবাহিনীর পাশে দাঁড়ানো।"