Image Used For Representational Purpose Only (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি:  কেন্দ্রীয় বাজেটে দেশে ডিজিটাল মুদ্রা আসার ঘোষণা হল। আগামী বছরের মধ্যে ফাইভ জি মোবাইল পরিষেবা বানিজ্যিকভাবে চালু হয়ে যাচ্ছে। তবে কেন্দ্রীয় বাজেটে আয়কর কাঠামোয় কোনও বদল করা হল না। ফলে আয়কর অপরিবর্তিত থাকল। তবে আয়করে পেনশনভোগীদের ছাড় দেওয়া হল। ডিজিটাল সম্পত্তির লেনদেনে ৩০ শতাংশ আয়কর দিতে হবে। কর্পোরেট কর ১৮ শতাংশ থেকে কমে ১৫ শতাংশ হল।

আজ ১১টায় সংসদে আর্থিক বাজেট (Union Budget 2022) পেশ করছেন অর্থমন্ত্রী  নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman)। গতবারের মতো এবারও পেপারলেস বাজেট পেশ করেন তিনি। এবার নিয়ে মোট চারবার বাজেট পেশ করছেন নির্মলা। বিকেলে সাংবাদিক বৈঠক করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সোমবার থেকে শুরু হয়েছে  সংসদের বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মধ্যে দিয়ে শুরু হয়েছে অধিবেশন। প্রথম পর্যায়ের অধিবেশন চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর দ্বিতীয় পর্বের বাজেট অধিবেশন শুরু হবে ১৪ মার্চ থেকে, চলবে ৮ এপ্রিল পর্যন্ত। আরও পড়ুন: চলতি অর্থবর্ষেই চালু হচ্ছে ৫জি মোবাইল পরিষেবা

দেশে ডিজিটাল মুদ্রা আসার ঘোষণা হল। আগামী বছরের মধ্যে ফাইভ জি মোবাইল পরিষেবা বানিজ্যিকভাবে চালু হয়ে যাচ্ছে। তবে কেন্দ্রীয় বাজেটে আয়কর কাঠামোয় কোনও বদল করা হল না। ফলে আয়কর অপরিবর্তিত থাকল। তবে আয়করে পেনশনভোগীদের ছাড় দেওয়া হল। ডিজিটাল সম্পত্তির লেনদেনে ৩০ শতাংশ আয়কর দিতে হবে। কর্পোরেট কর ১৮ শতাংশ থেকে কমে ১৫ শতাংশ হল।