
মেয়ে ট্রাভেল ভ্লগার। ইউটিউব (YouTube) সহ সোশ্যাল প্লাটফর্মে ফলোয়ার্সের সংখ্যা বা ভিউস নেহাতই কম নয়। দেশে তো বটেই, এমনকী বিদেশে ঘুরেও ভ্লগিং করতেন জ্যোতি মালহোত্রা (Jyoti Malhotra)। আর এই ভ্লগিংয়ের আড়ালে পাকিস্তানেও ঘুরে এসেছেন বেশ কয়েকবার। এমনকী পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির কাজও করত সে। আর এসবে মোটা টাকা আয়ও করতেন তিনি। হরিয়ানার হিসারে যেখানে তাঁর বাড়ি ছিল, তার মূল্যও লক্ষাধিক টাকা। তারপরেও নাকি পরিবাররে আর্থিক অবস্থা মোটেও ভালো নয়, এমনটাই দাবি জ্যোতির বাবা হরিশ মালহোত্রার।
আইনি লড়াই লড়ার মতো ক্ষমতা নেই হরিশ মালহোত্রার
বুধবার হরিশ সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাংবাদিকদের জানান, তাঁর মেয়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেই সম্পর্কে তাঁর নাকি কিছুই জানা নেই। এই নিয়ে তাঁর মামলা লড়ার ক্ষমতা নেই। কারণ তিনি নাকি আর্থিক সমস্যায় রয়েছে। তবে সরকার যদি আইনজীবী দেয়, তাহলে নাকি তিনি লড়তে পারবেন। যদিও জ্যোতিকে গ্রেফতার করার পর তিনি যে জোড় গলায় দাবি করছিলেন তাঁর মেয়ে নির্দোষ। সেই দাবি এদিন অবশ্য করেননি, বরং মেপে মেপে, ভেবেচিন্তে কথাবার্তা বলেছেন।
গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার জ্যোতি মালহোত্রা
প্রসঙ্গত, গতসপ্তাহে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়ছিলেন জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা। ট্রাভেল উইথ জো নামে একটি চ্যানেল রয়েছে তাঁর। অভিযোগস ২০২৩ সাল থেকে ৩-৪ বার পাকিস্তা্নে গিয়ে ভারতের গোপন তথ্য পাচার করেছিলেন জ্যোতি। এই ঘটনায় জ্যোতি ছাড়াও আরও ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।