Prashant Kishor: পিকে-র কংগ্রেসে যোগদান নিয়ে ধোঁয়াশা থেকেই গেল, নয়া প্যানেল গড়লেন সোনিয়া
Prashant Kishor (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২৫ এপ্রিল: ভোট কুশলী প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদান নিয়ে ধোঁয়াশা থেকেই গেল। বেশ কয়েক দিন বড় জল্পনার মনে করা হচ্ছিল, আজ সোমবার পিকে নিয়ে সিদ্ধান্ত জানাবে কংগ্রেস। কিন্তু, কোথায় কী! দক্ষিণে কেসিআর-কে জেতানোর দায়িত্ব নেওয়া পিকে কি আদৌও কংগ্রেসে যোগ দেবেন, সেটা আজও পরিষ্কার হল না। তবে সূত্রের খবর পিকে-র কংগ্রেসে যোগদান নিয়ে তেমন কোন জটিলতা নেই। কংগ্রেসকে ঘুরে দাঁড়াতে পিকে-র বেশ কিছু সাজেশানকে গুরুত্ব দিলেন দলের শীর্ষ নেতারা। এর মধ্যে আবার ঘুরে দাঁড়াতে আগামী ১৩ মে থেকে তিনদিনের নব সঙ্কল্প চিন্তন শিবিরের আয়োজন করছে কংগ্রেস। রাজস্থানের উদয়পুরে কংগ্রেসের এই চিন্তন শিবিরে দেশের সব প্রান্তের ৪০০ জন নেতা যোগ দেবেন।

প্রশান্ত কিশোরের দেওয়া প্রেজেন্টেশন খতিয়ে দেখতে আট সদস্যের কমিটি গঠন করেছিলেন কংগ্রেসকে সভানেত্রী সোনিয়া গান্ধী। পি চিদাম্বরম, অম্বিকা সোনি, প্রিয়াঙ্কা গান্ধী ভঢ়রা, জয়রাম রমেশ, দিগ্বিজয় সিং, রণদীপ সূরজেওয়ালা, কেসি ভেনুগোপাল ও মুকুল ওয়াসনিক-কে গড়া এই আট সদস্যের কমিটি গত এক সপ্তাহ ধরে পিকে-র প্রেজেন্টেশন দেথে তা নিয়ে রিপোর্চ জমা দিলেন সোনিয়াকে।

সূত্রের খবর, কংগ্রেসের কমিটি পিকে-র বেশিরভাগ সাজেশনকেই মেনে কাজ করার কথা রিপোর্টে উল্লেখ করেছেন। এদিকে, গত শনিবার সকালে, হায়দরাবাদে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে বৈঠক করেন প্রশান্ত কিশোর। আগামী বছর তেলেঙ্গানা নির্বাতনে TRS-র হয়ে কাজ করবেন পিকে। যেখানে টিআরএস-র প্রধান বিরোধী দল হল কংগ্রেস।