পাটনা, ১৭ ফেব্রুয়ারি: ২০১৬ থেকেই বিহারে মদ্যপান এবং বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এবার তা দেশজুড়েই নিষেধাজ্ঞা জারি করা হোক (Alcohol Ban in India)। রবিবার এমনই দাবি করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar) । টাইমস অফ ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিতে গিয়ে নীতিশ কুমার বলেন, মদের উপর নিষেধাজ্ঞা জারির জন্য রাজ্য ক্ষতির সম্মুখীন হয়নি। বরং একাধিক ক্ষেত্রে রাজ্য আগের থেকে অনেক বেশি লাভের মুখ দেখেছে। এমনটাই দাবি করেন নীতিশ কুমার। একইসঙ্গে তিনি আরও বলেন, আগে পরিবারের আর্থিক রোজগারের বেশিরভাগ অংশটাই খরচ হত মদ্যপানের জন্য। কিন্তু এখন সেই টাকাটাই খরচ হয় সংসারের পিছনে।
বিহারে মদের উপর নিষেধাজ্ঞা জারির বিষয়টি নিয়েও মুখ খুললেন নীতিশ কুমার। তিনি বলেন, '২০১১ সাল থেকে এ রাজ্যে মদের উপর নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা ছিল আমার। অবশেষে ২০১৬ সালে এসে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়।' মদ-ব্যান যে আদতে একটি দুর্দান্ত পদক্ষেপ ছিল তাঁর। সেটি প্রতিটি কথাতেই তিনি বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেন, মদের উপর নিষেধাজ্ঞা জারির পরে দুধ, মিষ্টি, জামা-কাপড় এবং এধরণের আরও একাধিক জিনিসের উপর রাজ্য আগের তুলনায় অনেক বেশি লাভের মুখ দেখেছে। আরও পড়ুন: Women In Armed Forces: মহিলারাও সেনাবাহিনীতে স্থায়ী পদে নিযুক্ত হবেন, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের
বিহার এবং তার আশ-পাশের রাজ্যগুলোতেই নয়। গোটা দেশেই মদের উপর নিষেধাজ্ঞা জারি করা হোক। ইতিমধ্যেই বিহারের পর মিজোরামে ২০১৯ সালে নিষিদ্ধ করা হয়েছে মদ। আইন অনুযায়ী, মদ খাওয়া, মদ বিক্রি এবং মদ তৈরি সবকিছুই আইনিভাবে নিষিদ্ধ হয়েছে। আইন ভাঙে কেনাবেচা করলে, সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত জেল হতে পারে। এছাড়া গুজরাত, বিহার, নাগাল্যান্ড, লাক্ষাদ্বীপেও মদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সম্প্রতি রাজস্থানও এই বিষয়টি নিয়ে ওয়াকিবহল হয়েছে বলে দাবি করেন নীতিশ কুমার।