দিল্লি, ৫ জুলাই: পেট্রোলের (Petrol) দাম নিয়ে এবার গুরুত্বপূর্ণ কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি (Nitin Gadkari )। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দেশে যে পরিমাণ গাড়ি চলে, সেগুলি যদি গড়ে ৬০% ইথানল এবং ৪০% বিদ্যুতে চালানো হয়, তবে পেট্রোল প্রতি লিটার ১৫ টাকা হারে পাওয়া যাবে। ফলে এই পদ্ধতিতে দেশের মানুষ উপকৃত হবেন বলে মন্তব্য করেন নীতিন গড়কড়ি। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন,এই পদ্ধতিতে দূষণ যেমন কমানো যাবে, তেমনি আমদানিও কমবে। পাশাপাশি এই পদ্ধতিতে আমদানি কমে দেশে আসবে ১৬ লক্ষ কোটি টাকা। যার জেরে দেশের কৃষকরা উপকৃত হবেন বলে জানান নীতিন গড়কড়ি। এই আমদানির অর্থ পুরোটাই কৃষকদের ঘরে পৌঁছবে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী।
#WATCH | Pratapgarh, Rajasthan | Union Minister Nitin Gadkari says, "Our government is of the mindset that the farmers become not only 'annadata' but also 'urjadata'...All the vehicles will now run on ethanol produced by farmers. If an average of 60% ethanol and 40% electricity… pic.twitter.com/RGBP7do5Ka
— ANI (@ANI) July 5, 2023
রাজস্থানের অনুষ্ঠানে হাজির হয়ে কেন্দ্রীয় মন্ত্রী কৃষকদের প্রশংসা করেন। তাঁদের প্রসঙ্গে গড়কড়ি বলেন, কৃষকরা শুধু আমাদের অন্নদাতা নন, তাঁরা আমাদের জীবনে আলোর পথ প্রদর্শন করেন।