সুপ্রিম কোর্ট (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১০ ডিসেম্বর: নির্ভয়া গণধর্ষণকাণ্ডে (Nirbhaya Gangrape) অন্যতম দোষী অক্ষয় কুমার সিং (Akshay Kumar Singh)। তাঁকে ফাঁসির সাজা শুনিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। কিন্তু এখনও সাজা মুকুবের আশা ছাড়েনি সে। মঙ্গলবার ফের দেশের শীর্ষ আদালতে রিভিউ পিটিশন (Review Petition) দায়ের করল সে। রিভিউ পিটিশনে তার বক্তব্য, দিল্লির জল ও বায়ু দূষণে এমনিতেই মানুষের আয়ু কয়েক গুণ কমে যাচ্ছে, তাহলে কেন আর শুধু শুধু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে!

আজই মান্দোলি কারাগার থেকে তাকে তিহাড় জেলে স্থানান্তর করা হয়েছে। অক্ষয় কুমার সিং-এর আইনজীবী এ পি সিং সুপ্রিম কোর্টে এদিন রিভিউ পিটিশন দায়ের করেছেন। তাঁর দাবি, ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে (Delhi) ছিলই না তাঁর মক্কেল অক্ষয়। এদিনই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্‍কারে এ পি সিং বলেন, ঘটনার দিন তাঁর মক্কেল বিহারের ঔরঙ্গাবাদে তার নিজের বাড়িতে ছিল। তার কাছে সেই রাতের বাস টিকিট এবং অন্যান্য প্রমাণ রয়েছে। যা শীর্ষ আদালত চাইলে জমা করা যেতে পারে। তাঁর আরও দাবি, দোষী রাম সিংয়ের তিহাড় জেলের ভিতর মৃত্যু কখনওই আত্মহত্যা (Suicide) হতে পারে না। তাকে সম্ভবত খুন করা হয়েছিল। আরও পড়ুন: Delhi Air Quality: ফের দূষণে ঢাকল রাজধানী, কুয়াশচ্ছন্ন পরিস্থিতিতে নাভিশ্বাস বাসিন্দাদের

উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লির চলন্ত বাসে ছজন মিলে নৃশংসভাবে ধর্ষণ করে ২৩ বছরের ওই ছাত্রীকে| কঠিন লড়াইয়ের পর ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয় নির্ভয়ার| ২০১৩ সালের মার্চ মাসে তিহাড় জেলেই মৃত্যু হয় ঘটনায় মূল অভিযুক্ত রাম সিংয়ের| ২০১৫ সালের ডিসেম্বরে জুভেনাইল জেল থেকে ছাড়া পায় এই মামলার নাবালক অপরাধীও৷ ২০১৪ সালের ১৩ মার্চ দিল্লি গণধর্ষণ মামলায় মুকেশ, পবন, বিনয় ও অক্ষয়কে দোষী সাব্যস্ত করে দিল্লি হাইকোর্ট৷ এই ঘটনাকে বিরলতম আখ্যা দিয়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও নাবালক হওয়ায় একজনকে সামান্য সাজা দেয় দিল্লি হাইকোর্ট (Delhi High Court)৷ উচ্চ আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় চার অপরাধীই৷