হর্ষ বর্ধন(File Image | (Photo Credits: PTI)

দিল্লি, ৪জুন,২০১৯:  ফের নিপা ভাইরাসের (Nipha Virus) আতঙ্ক কেরলে। এর্নাকুলামে হাসপাতালে ভর্তি যুবকের শরীরে মিলেছে নিপা ভাইরাস।  রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি ল্যাবে। সেখান থেকেই জানানো হয়, ওই যুবকের শরীরে নিপার ভাইরাস মিলেছে। ইতিমধ্যেই আক্রান্ত যুবককে আলাদা রুমে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। পাশাপাশি, তাঁর সংস্পর্শে আসা কমপক্ষে ৮০ জনকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদের মধ্যে ১২ জন পড়ুয়া রয়েছেন। আক্রান্ত যুবক ইদুক্কির তদুপুঝার কলেজের ছাত্র। জানা গিয়েছে, তাঁর সংস্পর্শে আসা ৪ ব্যক্তি নতুন করে জ্বরে পড়েছেন। এর মধ্যে রয়েছেন দুই নার্সও।

পরিস্থিতি মোকাবিলায ইতিমধ্য়েই ৬ সদস্য়ের একটি টিম কেরলে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Harsh Vardhan) জানিয়েছেন, কেরলের স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যাবতীয় সিদ্ধান্ত বৈজ্ঞানিক পদ্ধতিতে নেওয়া হবে বলে জানান হর্ষ বর্ধন।

ত বছর মারণ ভাইরাস নিপায় আক্রন্ত হন ১৮ জন। এর মধ্যে ১৭ জনেরই মৃত্যু হয়। প্রায় ২৬০০ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এর আগে ২০০৪ সালে বাংলাদেশে নিপার হানা দেখা যায়। ১৯৯৮ সালে মালয়েশিয়ায় প্রথম শূকরের শরীর থেকে নিপা ভাইরাস পাওয়া যায়। উল্লেখ্য, বাদুরের (ফ্লাইয়িং ফক্সেস) শরীরের ওই ভাইরাস মেলে। যা মানুষের রক্তে মিশে দ্রুত ছড়ানোর আশঙ্কা থাকে।