চেন্নাইয়ের (Chennai) তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়ঙ্কর দুর্ঘটনা। প্রায় ৩০ ফুট ওপর থেকে ভেঙে পড়ল লোহার থাম। আর তাতেই চাপা পড়ে মৃত্যু হয় ৯ জনের। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। সে বর্তমানে ভর্তি রয়েছেন স্ট্যানলি মেডিকেল কলেজ হাসপাতালে। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে এন্নোর অঞ্চলের একটি নির্মীয়মাণ তাপবিদ্যুৎ কেন্দ্রে। ঘটনায় মৃত ৯ জনই অসমের বাসিন্দা ছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার আহত শ্রমিককে হাসপাতালে দেখতে গেছিলেন রাজ্যের স্বাস্খ্যমন্ত্রী এম. সুব্রামনিয়ান।
মৃতরা সকলেই অসমের বাসিন্দা
জানা যাচ্ছে, গতকাল বিকেলের দিকে এন্নোর তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি লোহার বিম সহ কিছু অংশ ভেঙে পড়ে। আর তাতেই চাপা পড়েন ১০ জন পরিযায়ী শ্রমিক। এদের মধ্যে ৯ জন অসমের বাসিন্দা ছিলেন এবং একজন ঝাড়খণ্ডের বাসিন্দা ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, দমকল বাহনী ও উদ্ধাকারী দল। তাঁদের চেষ্টায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ক্ষতিপূরণের ঘোষণা রাজ্য ও কেন্দ্রের
এই দুর্ঘটনার দুঃখপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই রাজ্য সরকার ও কেন্দ্রের পক্ষ থেকে ক্ষতিপূরণের ঘোষণাও করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।