Nimisha Priya (Photo Credit: X)

দিল্লি, ১৭ জুলাই: কেরলের (Kerala Nurse) ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার (Nimisha Priya) মৃত্যুদণ্ড আপাতত রদ হয়েছে। নিমিষা প্রিয়াকে যাতে মৃত্যুদণ্ড দিতে না পারে ইয়েমেন (Yemen), তার জন্য সব ধরনের চেষ্টা শুরু করেছে ভারত। এবার নিমিষা মৃত্যুদণ্ড কিছু সময়ের জন্য রদ হতেই এমনই জানানো হয় বিদেশ মন্ত্রকের তরফে। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, নিমিষা প্রিয়ার বিষয়টি নিয়ে বেশ কয়েকটি বন্ধু দেশের সঙ্গে কথা বলছে দিল্লি। কেরলের নার্স নিমিষা প্রিয়ার প্রাণ রক্ষা করতে কী করা যায়, সে বিষয়ে ভারতের বন্ধু দেশগুলিই দিল্লিকে সাহায্য করতে পারে বলে মনে করছে বিদেশ মন্ত্রক।

আরও পড়ুন: Nimisha Priya Case: ব্লাড মানি নিতে অস্বীকার, নিমিশা প্রিয়াকে জীবিত রাখার যথাসাধ্য চেষ্টা করছে ভারত সরকার

নিমিষা প্রিয়ার বিষয়ে বিদেশ মন্ত্রকের বক্তব্য কী?

বিদেশ মন্ত্রক জানিয়েছে, নিমিষা প্রিয়ার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তাই এ বিষয়ে কী করা যায়, সে বিষয়ে ইয়েমেনকে সমস্ত ধরনের সাহায্য করা হচ্ছে। সেই সঙ্গে নিমিষার পরিবারকে সাহায্য করতে বিদেশ মন্ত্রক একজন আইনজীবীরও ব্যবস্থা করেছে। নিমিষাকে রক্ষা করতে কী কী পদক্ষেপ করা যায়, তা ওই আইনজীবীই ঠিক করবেন বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ডের কথা ছিল ১৬ জুলাই। তবে তা সাময়িকভাবে রদ করা হয়। নিমিষার মৃত্যুদণ্ড রদ হতেই ফের কেরলের নার্সকে বাঁচানোর চেষ্টা চলছে জোর কদমে।

তালাল আবদো মেহদির পরিবারের তরফে কী জানানো হয়েছে?

নিমিষা প্রিয়াকে ছাড়া হবে না। নিমিষা যা করেছে, তা অপরাধ। কোনওভাবে তাঁর যেন মুক্তি না হয়, সে বিষয়ে কড়া বক্তব্য প্রকাশ করেন ইয়েমেনে খুন হওয়া তালাল আবদোর দাদা। অর্থাৎ নিমিষাকে যাতে ইয়েমেন সরকার ক্ষমা না রে, তাঁর ভাইয়ের খুনের জন্য, সে বিষয়ে আবেদন জানাতে দেখা যায় আবদোর দাদাকে।