দিল্লি, ২০ ফেব্রুয়ারি: নিকি যাদব (Nikki Yadav) খুনের ঘটনায় বিস্ফোরক দাবি সাহিল গেহলটের। নিকি যাদবের খুনের পর সেই ঘটনাকে সড়ক দুর্ঘটনা প্রমাণের চেষ্টায় ছিল সাহিল। পুলিশি জেরায় এমনই দাবি করা হয় অভিযুক্তের তরফে। এমনকী, নিকি যাদবকে গাড়ি থেকে ঠেলে ফেলে দিয়ে গাড়ি দুর্ঘটনা প্রমাণের চেষ্টায় ছিল সাহিল। দিল্লি পুলিশের প্রাথমিক জেরার পর এমনই দাবি উঠে আসতে শুরু করে সাহিল গেহলটের তরফে। সাহিল যখন নিকিকে গাড়ি থেকে রাস্তার উপর ঠেলে ফেলতে পারেনি, তখনই তাঁকে দিল্লির নিগমবোধ ঘাটে খুন করে বলে খবর পুলিশ সূত্রে।
প্রসঙ্গত, সোমবারই শেষ হচ্ছে সাহিল গেহলটের (Sahil Gehlot) পুলিশ হেফাজত। ৪ বছরের লিভ ইন পার্টনার নিকি যাদবকে খুনের পর গত ১৪ ফেব্রুয়ারি সাহিলকে গ্রেফতার করে পুলিশ। সাহিলের গ্রেফতারির পর উঠে আসতে শুরু করে একাধিক বিস্ফোরক তথ্য।
আরও পড়ুন: Nikki Yadav Murder: নিকি খুনে অভিযুক্ত সাহিলের বাবাও গ্রেফতার? বিস্ফোরক দিল্লি পুলিশ
জানা যায়, পরিবারের নির্ধারিত পাত্রীর সঙ্গে বাগদানের পরদিন অর্থাৎ ১০ ফেব্রুয়ারি বান্ধবী নিকি যাদবকে খুন করে সাহিল গেহলট। এরপর নিকির মৃতদেহ গাড়িতে করে নিয়ে গিয়ে নিজেদের ধাবার ফ্রিজে বন্ধ করে দেয় সাহিল। যে ঘটনা প্রকাশ্যে আসতেই, শ্রদ্ধা ওয়ালকর খুনের সঙ্গে সাযুজ্য খুঁজে পায় পুলিশ।