দিল্লি বিস্ফোরণকাণ্ডের (Delhi Blast) ২ দিন পার। এই ঘটনার তদন্তে নেমে জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ ও হরিয়ানা মিলিয়ে মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। যাঁদের মধ্যে রয়েছে এক মৌলবীও। যে আবার শ্রীনগরে একটি সরকারি মেডিকেল কলেজের একজন প্যারা মেডিকেল স্টাফও ছিল। তাঁকে ইতিমধ্যেই জেরা শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ধৃত মৌলবী বিভিন্ন তরুণ চিকিৎসকদে ও পড়ুয়াদের মগজ ধোলা্ই করে সন্ত্রাসবাদী সংগঠনে যুক্ত করার কাজ করত। যদিও এই সংক্রান্ত বিস্তারিত তথ্য খতিয়ে দেখছে তদন্তকারীরা।

তদন্তে নেমেছে এনআইএ

এদিকে দিল্লি বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমেছে এনআইএ। বুধবার লালকেল্লা সংলগ্ন এলাকায় যেখানে সোমবার ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাস্থল পরিদর্শনে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ঘটনার তদন্তে গতকালই এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তদন্তভার হাতে পাওয়া পরেই জাতীয় তদন্তকারী সংস্থা দল ঘটনাস্থলে পৌঁছোয়। সঙ্গে ছিলেন এনএসজি ও ফরেন্সিক বিভাগের আধিকারিকরা।

দিল্লিতে বিস্ফোরণকাণ্ড

প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যা ৬টা ৫২ নাগাদ দিল্লির লালকেল্লা মেট্রোর এক নম্বর গেটের সামনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। একটি গাড়িতে বিস্ফোরক মজুত ছিল। সেটিই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু ঘটেছে। জখম হন অনেকে। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে আশপাশে থাকা অন্তত ২২টি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। হামলায় জইশে যোগ ছিল বলে অনুমান তদন্তকারীদের।