প্রতীকী ছবি

জম্মু ও কাশ্মীর: জম্মু ও কাশ্মীর জঙ্গি ষড়যন্ত্র মামলার তদন্তে নেমে কাশ্মীরের বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যদের (Pakistan-backed banned terrorist organisations) খোঁজে বিভিন্ন অংশে তল্লাশি অভিযান চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা  (NIA)। গত সপ্তাহ থেকেই এই অভিযান চালাচ্ছে তারা। গত বুধ ও বৃহস্পতিবার সোপিয়ান (Shopian), অবন্তীপোরা (Awantipora) ও পুলওয়ামা (Pulwama) জেলার পাঁচ জায়গায় নতুন তৈরি হওয়া জঙ্গি সংগঠনগুলির সদস্য ও সহানুভূতিশীল মানুষদের খোঁজে তল্লাশি চালায় এন আই এ।

এই সংগঠনগুলি হল দ্য রেসিস্ট্যান্ট ফ্রন্ট (The Resistance Front), ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট জম্মু ও কাশ্মীর (United Liberation Front Jammu & Kashmir), মুজাহিদিন গজবা-উল-হিন্দ (Mujahideen Gazwat-ul-Hind), জম্মু ও কাশ্মীর ফ্রিডম ফাইটার্স (Jammu & Kashmir Freedom Fighters), কাশ্মীর টাইগার্স (Kashmir Tigers), পিএএএফ (PAAF)-সহ অন্যান্য। এই সংগঠনগুলিকে সাহায্য করছে পাকিস্তানের মদতপুষ্ট নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা (Laskhar-e-Toiba), জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed), হিজাবুল মুজাহিদিন (Hizb-ul-Mujahideen), আল-বদর (Al-Badr) ও আল-কায়েদা (Al-Qaeda)।