নতুন দিল্লি, ২৫ মে: জঙ্গি কার্যকলাপে অর্থ সাহায্যের অভিযোগ রয়েছে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের (Kashmiri Separatist Leader Yasin Malik) বিরুদ্ধে। আজ বুধবার বিশেষ এনআইএ আদালত ইয়াসিন মালিকের শাস্তির পরিমাণ ঘোষণা করতে পারে। ইয়াসিন মালিকের বিরুদ্ধে শাস্তি শোনানোর গত ১৯ মে বিশেষ বিচারক প্রবীণ সিং আজ অর্থাৎ ২৫ মে শুনানির দিন ধার্য করেছে।
এদিকে ইয়াসিন মালিকের আর্থিক পরিস্থিতির মূল্যায়ণের জন্য আগেভাগেই এনআইএ-কে নির্দেশিকা পাঠিয়েছিল আদালত। অভিযুক্ত সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যু দণ্ডাদেশ পেতে পারে। আর সর্বনিম্ন শাস্তি হিসেবে আজীবন কারাবাস হতে পারে। আগেই দোষী সাব্যস্ত হয়ে যাওয়ায় গত শুনানির সময় নিজের আইনজীবীকে প্রত্যাহার করে নেন ইয়াসিন মালিক। তাই আজকের শুনানিতে নতুন কিছু ঘটার নেই।
ইয়াসিন মালিকের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে যুদ্ধ, অন্যান্য বেআইনি কার্যকলাপ এবং কাশ্মীরে শান্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।