পুলওয়ামা: বুধবারের পর বৃহস্পতিবারও হাইব্রিড জঙ্গি (hybrid terrorists) ও লুকিয়ে থাকা সদস্যদের (Overground Workers) খোঁজে জম্মু এবং কাশ্মীরের (Jammu & Kashmir) পাঁচটি জায়গায় তল্লাশি (raid) চালাল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। জম্মু ও কাশ্মীর জঙ্গি ষড়যন্ত্র মামলার তদন্তে নেমে আজ তারা পাকিস্তানের মদতে চলা কাশ্মীরের বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যদের (Pakistan-backed banned terrorist organisations) খোঁজে পাঁচ জায়গায় তল্লাশি চালায়।
As part of its ongoing investigations in the Jammu and Kashmir terrorist conspiracy case, the National Investigation Agency today conducted another round of raids at the premises of hybrid terrorists and Overground Workers (OGWs) of the outfits and affiliates of Pakistan-backed… pic.twitter.com/r8NaSriJxC
— ANI (@ANI) July 13, 2023
এএনআই সূত্রে জানা গেছে, সোপিয়ান (Shopian), অবন্তীপোরা (Awantipora) ও পুলওয়ামা (Pulwama) জেলার পাঁচ জায়গায় নতুন তৈরি হওয়া জঙ্গি সংগঠনগুলির সদস্য ও সহানুভূতিশীল মানুষদের খোঁজে তল্লাশি চলে। এই সংগঠনগুলি হল দ্য রেসিস্ট্যান্ট ফ্রন্ট (The Resistance Front), ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট জম্মু ও কাশ্মীর (United Liberation Front Jammu & Kashmir), মুজাহিদিন গজবা-উল-হিন্দ (Mujahideen Gazwat-ul-Hind), জম্মু ও কাশ্মীর ফ্রিডম ফাইটার্স (Jammu & Kashmir Freedom Fighters), কাশ্মীর টাইগার্স (Kashmir Tigers), পিএএএফ (PAAF)-সহ অন্যান্য। এই সংগঠনগুলিকে সাহায্য করছে পাকিস্তানের মদতপুষ্ট নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা (Laskhar-e-Toiba), জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed), হিজাবুল মুজাহিদিন (Hizb-ul-Mujahideen), আল-বদর (Al-Badr) ও আল-কায়েদা (Al-Qaeda)।
Raids were conducted at five locations in the three districts of Shopian, Awantipora and Pulwama. Premises of sympathisers and cadres of the newly floated outfits, namely The Resistance Front (TRF), United Liberation Front Jammu & Kashmir (ULFJ&K), Mujahideen Gazwat-ul-Hind…
— ANI (@ANI) July 13, 2023
আজকের তল্লাশির ফলে একাধিক ডিজিটাল ডিভাইস উদ্ধার করেছে এনআইএ। যাদের মধ্যে প্রচুর অপরাধমূলক তথ্য পাওয়া গেছে। যেগুলির সাহায্যে জঙ্গি সংগঠনকে খবরের শিরোনামে আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ওভারগ্রাউন্ড সদস্যরা। এই উপত্যকায় সন্ত্রাসবাদী নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছে। তবে তাদের এই চেষ্টা সবসময় বানচাল করার কাজ করছে নিরাপত্তা বাহিনী। ওই জঙ্গিরা পাকিস্তানে থাকা সন্ত্রাসবাদীদের বিভিন্ন ভাবে সাহায্যও করছে। আরও পড়ুন: Delhi: দুশ্চিন্তা বাড়িয়ে কমল না যমুনার জলস্তর, বন্যার চিন্তায় দিল্লিবাসী
Several digital devices containing large volumes of incriminating data were recovered by NIA during today’s searches, which have once again put the spotlight on OGWs as an important part of the terror ecosystem in the Valley, which is being dismantled on a continuous basis. Also…
— ANI (@ANI) July 13, 2023