এবার বিহার থেকে গ্রেফতার হল এক খালিস্তানি জঙ্গি। জানা যাচ্ছে, রবিবার বিহারের মোতিহারি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে এনআই। ধৃত কাশ্মীর সিং গালওয়াদ্দি (Kashmir Singh Galwaddi) বাব্বার খালসা জঙ্গি সংগঠনের অন্যতম সন্ত্রাসী হরবিন্দর সিং সান্ধু ওরফে রিন্দার সহকারী ছিলেন। এমনকী কয়েকবছর আগে জেলে ভেঙে পালানোরও অভিযোগ রয়েছে এই কাশ্মীর সিংয়ের বিরুদ্ধে। জানা যাচ্ছে, রবিবারই তাঁকে হেফাজতে নেওয়ার জন্য আদালতে পেশ করেছে এনআইএ আধিকারিকরা।
বিহার থেকে গ্রেফতার কাশ্মীর সিং
জানা যাচ্ছে রবিবার গোপনসূত্রে খবর পেয়ে মোতিহারি খানার সঙ্গে যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাতেই মেলে সাফল্য। মোতিহারির একটি গ্রাম থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। অভিযুক্ত কাশ্মীর সিং পঞ্জাবের লুধিয়ানা এলাকার বাসিন্দা ছিল। তাঁর খোঁজে দীর্ঘদিন ধরেই তল্লাশি অভিযান চালাচ্ছিল তদন্তকারীরা। অবশেষে রবিবার জালে ধরা পড়ল এই খালিস্তানি জঙ্গি।
দেখুন পোস্ট
The National Investigation Agency (NIA) on Sunday arrested a key Khalistani operative, associated with foreign-based Babbar Khalsa terrorists Harwinder Singh Sandhu alias Rinda, and one of the hardened criminals who had escaped during the Nabha jail break in 2016: NIA
— ANI (@ANI) May 11, 2025
জেল থেকে পালিয়েছিল খালিস্তানি জঙ্গি
জানা যাচ্ছে, ২০১৬ সালে নাভা জেল থেকে পালিয়েছিল কাশ্মীর সিং। তারপর থেকেই নিখোঁজ ছিল সে। সেবারও জঙ্গি কার্যকলাপের জন্য গ্রেফতার করা হয়েছিল তাঁকে। তবে এবার শেষমেশ তাঁকে গ্রেফতার করা হয়।