Road Accident (Photo Credit: X)

নয়াদিল্লি: মহারাষ্ট্রের নাগপুর শহরে বড়সড় দুর্ঘটনা ঘটেছে। একটি দ্রুতগামী গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ২২ বছর বয়সী এক খাবার ডেলিভারি এজেন্ট নিহত হয়েছেন এবং তাঁর বন্ধু গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে ধনতোলি থানা এলাকার আজনি স্কোয়ারে এই ঘটনার পর, কর্তৃপক্ষ গাড়ির চালককে গ্রেফতার করেছে।

ধনতোলি থানার কর্মকর্তা জানিয়েছেন যে দুই ব্যক্তি একটি পার্সেল নিয়ে মানেওয়াড়া এলাকায় যাচ্ছিলেন সেই সময় দুর্ঘটনাটি ঘটে। খাদ্য সরবরাহকারী যুবক চেতন রাজেশ্বর গাওয়াড়েকে দ্রুত মায়ো হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।