নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে সোমবার দেশজুড়ে সিএএ (CAA) কার্যকর করার ঘোষণা করেছে কেন্দ্র সরকার ৷ সোমবার সিএএ কার্যকর হওয়ার কথা ঘোষণা করার পরপরই দেশের বেশকিছু স্থানে বিক্ষোভ শুরু হয়েছে। আজ যুব কংগ্রেসের (Youth Congress) সদস্যরা সিএএ বাস্তবায়নের বিরুদ্ধে তিরুবনন্তপুরমে (Thiruvananthapuram) রাজভবনের (Raj Bhavan) বাইরে বিক্ষোভ করছে। আরও পড়ুন: Omar Abdullah: ভোটের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার ভয় মোদীর, তাই CAA কার্যকর করে রমজানের উপহার! খোঁচা ওমর আবদুল্লা
দেখুন ভিডিও
VIDEO | Members of Youth Congress stage protest outside Raj Bhavan in Thiruvananthapuram against implementation of CAA. pic.twitter.com/S6Fej414Zt
— Press Trust of India (@PTI_News) March 12, 2024
আইনে বলা হয়েছে, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান এসব দেশগুলি থেকে মুসলিম ছাড়া অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা ভারতের নাগরিকত্ব পাবেন। তবে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর-এর আগে ভারতে এসেছেন তাঁরাই এদেশের নাগরিকত্ব পাবেন ।