নয়াদিল্লিঃ ফেসবুকে (Facebook) আলাপ। সেখান থেকে প্রেম(Love)। সেই ভালবাসার টানে ভিনজেলায় পাড়ি দিয়েছিলেন যুবক। চেয়েছিলেন বান্ধবীর সঙ্গে একান্তে কিছুটা সময় কাটাবেন। কিন্তু তার পরিণতি যে এত ভয়াবহ হতে পারে তা স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। প্রায় ১৩ ঘণ্টা ধরে তাঁকে মারধরের অভিযোগ উঠল বান্ধবীর পরিবারের বিরুদ্ধে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মৌগঞ্জে পিপরাহি গ্রামে। সেখানকারই এক তরুণীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় তাঁর রেওয়া জেলার বাসিন্দা ওই যুবকের। ধীরে ধীরে ওই তরুণীকে ভালবেসে ফেলেন যুবক। তাঁদের মধ্যে ঘনিষ্টতা বাড়লে দেখা করার সিদ্ধান্ত নেন যুগল।
বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে মর্মান্তিক পরিণতি যুবকের
বান্ধবীর টানে ১০০ কিলোমিটার পথ অতিক্রম করে তাঁর গ্রামে পৌঁছন তিনি। সেখানেই পৌঁছতেই যুবককে পাকড়াও করে তরুণীর পরিবার। এরপর শুরু হয় বেধড়ক মারধর। শনিবার রাত ৯টা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত ওই যুবককে বেধড়ক মারা হয় বলে অভিযোগ। ১৩ ঘণ্টা ধরে খুঁটিতে বেঁধে তাঁকে মারা হয়। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই ঘটনাএ প্রতিবাদে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি থানায়।
ভালবাসার টানে ১০০ কিমি দূর এসে মর্মান্তিক পরিণতি, ১৩ ঘণ্টা ধরে মার খেলেন যুবক
Man Travels 100 Km To Meet Girl, Gets Tied Up, Beaten For 13 Hours https://t.co/JdBzmP6hU4 pic.twitter.com/UT1ZddTJ6v
— NDTV (@ndtv) August 20, 2025