অনুরাগ ও মধু (ছবিঃX)

নয়াদিল্লিঃ বিয়ের (Wedding) পাঁচ মাসের মধ্যে আত্মঘাতী নববধূ লখনৌয়ের (Lucknow)শ্বশুরবাড়ি থেকে উদ্ধার নববধূর দেহ জানা গিয়েছে, মৃতার নাম মধু সিং বয়স ৩২ গত ২৫ ফেব্রুয়ারি পেশায় মার্চেন্ট নেভি অফিসার অনুরাগ সিংয়ের সঙ্গে ধুমধাম করে বিয়ে দেয় উত্তরপ্রদেশের ইন্দিরানগরের সিং পরিবার মোটা টাকা জিনিসপত্র পণও দেন তাঁরা কিন্তু তাতেও মন ভরেনি শ্বশুরবাড়ির লোকজনের মধু বাবা ফতেহ সিংয়ের অভিযোগ, আরও ১৫ লক্ষ টাকা চেয়েছিল অনুরাগ বাবার বাড়ি থেকে সেই টাকা নিয়ে আসার জন্য মধুকে জোর করা হত বলেও অভিযোগ আপাতত লক্ষ টাকা দিতে পারবে বলে জানান ফতেহ সিং কিন্তু তাতে সন্তুষ্ট ছিল না জামাই অনুরাগ

মেয়ের মৃত্যুর পিছনে জামাই তার পরিবারকেই দায়ী করছেন মধুর বাবা তাঁদের দাবি, টাকার জন্য মেয়েকে শারীরিক মানসিক অত্যাচার করা হত। শুধু তাই নয়, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিল অনুরাগ। সেই প্রেমিকার সঙ্গে রাতও কাটাত সে। সে সব কথা মধু জেনে ফেলায় তাঁর উপর অত্যাচার করত স্বামী অনুরাগ। এমনকী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন মধু। কিন্তু তাঁকে গর্ভপাত করানোর জন্য চাপ দিতে থাকে অনুরাগ। মধুর পরিবারের অভিযোগ, আত্মহত্যা না মেয়েকে ঠাণ্ডা মাথায় খুন করেছে জামাই। তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দায়ের করেন মধুর বারা সেই অভিযোগের ভিত্তিতে মার্চেন্ট নেভি অফিসার অনুরাগকে গ্রেফতার করেছে পুলিশ গোটা ঘটনার তদন্ত চলছে

বিয়ের ৫ মাসের মধ্যে শ্বশুরবাড়িতে উদ্ধার নববধূর দেহ