নয়াদিল্লি: জনসংঘের সহ-প্রতিষ্ঠাতা দীনদয়াল উপাধ্যায়কে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে লখনউয়ের একটি অনুষ্ঠানে পৌঁছেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Uttar Pradesh CM Yogi Adityanath)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়েছেন৷ মোদী এক্স (আগের টুইটার) একটি পোস্ট করে জানিয়েছেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় (Deendayal Upadhyay) তাঁর সমগ্র জীবন ভারত মাতার সেবায় উৎসর্গ করেছিলেন, তাঁর ব্যক্তিত্ব ও কাজ সর্বদা দেশবাসীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
দীনদয়াল উপাধ্যায় ১৯১৬ সালে ২৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন। তিনি ভারতীয় রাজনীতিবিদ এবং ডানপন্থী হিন্দুত্ববাদী মতাদর্শ দ্বারা পরিচালিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস)-এর অগ্রদূত।
দেখুন
VIDEO | Uttar Pradesh CM @myogiadityanath arrives at an event to pay floral tributes to Jana Sangh co-founder Deendayal Upadhyaya on his birth anniversary in Lucknow. pic.twitter.com/rDVmhn2gaY
— Press Trust of India (@PTI_News) September 25, 2023