Yamuna Water Level Rise (Photo Credit: X@ians_india)

নয়াদিল্লিঃ ফুঁসছে যমুনা(Yamuna River)। আগের সব রেকর্ড ভাঙার মুখে দাঁড়িয়ে যমুনার জলস্তর। দিল্লিজুড়ে জারি বন্যার সতর্কতা। মঙ্গলবার সকালেই বিপদসীমা ছুঁয়ে ফেলেছিল যমুনার জলস্তর। রাতের মধ্যে তা ২০৮.৩৬ মিটারে গিয়েছিল। বুধ সকালে পরিস্থিতি আরও ভয়াবহ বলে খবর। জানা গিয়েছে, বুধবার সকাল ৮ টা নাগাদ যমুনার জলস্তর পৌঁছয় বিপদসীমা থেকে অনেকটাও উপরে। এভাবে চলতে থাকলে ২০২৩ সালের রেকর্ড যে কোনও সময় ভেঙে ফেলবে যমুনা এমনটাই আশঙ্কা করা হচ্ছে।

আজ, বুধবার দিনভর দিল্লিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসমভবন। আগামী ২৪ ঘণ্টায় হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা থাকায় দিল্লি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। যে কোনও সময় যমুনার জলে প্লাবিত হতে পারে দিল্লি। ইতিমধ্যেই নিচু এলাকার মানুষজনকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে দিল্লি প্রশাসন। আগাম সতর্কতা অবলম্বন করে পুরনো বন্ধ করে দেওয়া হয়েছে রেলওয়ে ব্রিজ। পরিস্থিতি মোকাবিলার জন্য সর্বোতভাবে তৈরি রয়েছে প্রশাসন, এমনটাই আশ্বাস দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত।

সব রেকর্ড ভাঙার মুখে দাঁড়িয়ে যমুনার জলস্তর, যে কোনও সময় ভাসবে দিল্লি, জারি বন্যা সতর্কতা