বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের (World's Richest Actor in 2023) মধ্যে প্রথম পাঁচে রয়েছেন বলিউডের বাদশা কিং খান (Shah Rukh Khan)। তিনি কেবল বলিউডেরই নয় বরং প্রকৃত অর্থেই একজন কিং। তাঁর সম্পত্তির পরিমাণ কোন রাজার চেয়ে কম নয়। সম্প্রতি এক রিপোর্টে সেই তথ্যই উঠে এসেছে। সমীক্ষার রিপোর্ট বলছে কেবল ভারত নয়, এশিয়ার সবচেয়ে ধনী অভিনেতা হলেন শাহরুখ খান (SRK)।
গ্লোবাল ইনডেক্সে প্রকাশিত রিপোর্ট বলছে, ৫৭ বছরের অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ৭৭০ মিলিয়ন মার্কিন ডলার। এশিয়া থেকে একমাত্র শাহরুখ খানই এই তালিকায় নিজের জায়গা দখল করেছেন। বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের (World's Richest Actor in 2023) তালিকায় চতুর্থ স্থানে রয়েছে 'পাঠান' (Pathaan) তারকার নাম। সম্পত্তির নিরিখে তিনি পিছনে ফেলে দিয়েছেন মার্কিন তারকা টম ক্রুজকেও। টমের মোট সম্পত্তির পরিমাণ ৬২০ মিলিয়ন মার্কিন ডলার। তালিকায় শাহরুখের পরে অর্থাৎ পঞ্চম স্থানে রয়েছেন টম।
তাহলে বিশ্বের ধনী অভিনেতাদের তালিকায় প্রথম তিন আসনে কারা বসে এবং তাঁদের মোট সম্পত্তির পরিমাণ কত চলুন দেখে নেওয়া যাক।
রইল সম্পূর্ণ তালিকা...
Richest actors in the world:
🇺🇸 Jerry Seinfeld: $1 Billion
🇺🇸 Tyler Perry: $1 Billion
🇺🇸 Dwayne Johnson: $820 million
🇮🇳 Shah Rukh Khan: $770 million
🇺🇸 Tom Cruise: $620 million
🇭🇰 Jackie Chan: $520 million
🇺🇸 George Clooney: $500 million
🇺🇸 Robert De Niro: $500 million
🇺🇲…
— Global Index (@TheGlobal_Index) June 14, 2023
এই তালিকায় সবচেয়ে শীর্ষস্থানে রয়েছেন আমেরিকান কমেডিয়ান এবং অভিনেতা জেরি সাইনফিল্ড। সমীক্ষায় জেরির মোট সম্পত্তির পরিমাণ উল্লেখ করা হয়েছে ১ বিলিয়ন মার্কিন ডলার। একই পরিমাণ সম্পত্তির অধিকারি হয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন অভিনেতা এবং পরিচালক টেইলর পেরি। তৃতীয় স্থানে আছেন হলিউড তারকা ‘দ্য রক’ ডোয়াইন জনসন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮২০ মিলিয়ন মর্কিন ডলার। এরপরেই চার নম্বরে আছেন বলিউড অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan)।
বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় শাহরুখ খান ছাড়াও আরও ২ বলি অভিনেতার নাম রয়েছে। তালিকায় ১৩ নম্বরে রয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তাঁর সম্পত্তির পরিমাণ ৪১০ মিলিয়ন মার্কিন ডলার। এবং ১৫ নম্বর রয়েছেন বলিউড ভাইজান সলমন খান (Salman Khan)। ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির মালিক তিনি।