প্রতীকী ছবি (Photo Credits: PTI)

নয়া দিল্লি, ২৮ ডিসেম্বরঃ কোভিড (Covid 19) রুখতে বিশ্বের প্রথম নেজাল ভ্যাকসিন 'ইনকোভ্যাক' (iNCOVACC) এবার আসছে ভারতে। নতুন বছর থেকেই এদেশে মিলবে এই নেজাল ভ্যাকসিনের সুবিধা। ইতিমধ্যের ভারত বায়োটেককে (Bharat Biotech) নেজাল ভ্যাকসিনের জন্যে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। ইঞ্জেক্সনের বদলে খুব সহজেই ইনকোভ্যাক (iNCOVACC) দেওয়া যাবে। যার জন্যে কোন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর প্রয়োজন পড়বে না। জানুয়ারির শেষ অর্থাৎ চতুর্থ সপ্তাহ থেকে সারা দেশে মিলবে এই নেজাল ভ্যাকসিন (Nasal Vaccine)। সরকারি এবং বেসরকারি উভয় হাসপাতাল থেকেই নেওয়া যাবে এই ভ্যাকসিন।

দেখুনঃ 

 

কেন্দ্রর কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পর নেজাল ভ্যাকসিনের দাম (Nasal Vaccine Price) নির্ধারণ করে ফেলেছ প্রস্তুতকারক সংস্থা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বেসরকারি হাসপাতালগুলোতে ইনকোভ্যাক (iNCOVACC) মিলবে ৮০০ থেকে ১০০০ টাকায়। সরকারি হাসপাতালে তা মিলবে ৩৫০ টাকায়।