নয়াদিল্লিঃ কফ সিরাপ (Cough Syrup)খেয়ে ২২ শিশুর মৃত্যুতে উত্তাল গোটা দেশ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই কফ সিরাপ 'কোল্ডরিফ (Coldriff)' নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মধ্যপ্রদেশ, তামিলনাড়ু-সহ বিভিন্ন রাজ্যে বাতিল হয়েছে এই সিরাপ বিক্রি। এই সিরাপ প্রেসক্রাইব করা নিয়েও চিকিৎসকদের নির্দেশিকা পাঠানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। এই আবহে এবার কোল্ডরিফের সঙ্গে আরও দু'টি বাজার চলতি সিরাপকে ‘নিম্নমানের’ পণ্য হিসেবে চিহ্নিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)। এই তালিকায় রয়েছে শেপ ফার্মার 'রিলাইফ' এবং রেডনেক্স ফার্মাসিউটিক্যালসের 'রেসপিফ্রেশ টিআর।'
যদিও গুজরাটের রেডনেক্স ফার্মাসিউটিক্যালস দ্বারা নির্মিত, রেসপিফ্রেশ টিআর সিরাপের কারণে কোনও শিশু মৃত্যু না হলেও এই সিরাপে ১.৪ শতাংশ ডিআইজি রয়েছে যা অনুমোদিত মাত্রার চেয়ে বেশি। এছাড়া শেপ ফার্মার রিলাইফ সিরাপে ০.৬১৬ শতাংশ ডিইজি খুঁজে পাওয়া গিয়েছে। তাই একেও নিম্নমানের বলে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উল্লেখ্য, বিগত কয়েকদিনে তামিলনাড়ুর স্রেসান ফার্মাসিউটিক্যালসের তৈরি সিরাপ কোল্ডরিফ খেয়ে মধ্যপ্রদেশ ও রাজস্থানে একাধিক শিশুমৃত্যুর অভিযোগ ওঠে। এরপরই এই সিরাপের নমুনা পরীক্ষা করে দেখা যায় এতে ৮.৬ শতাংশ ডাইইথিলিন গ্লাইকল (ডিইজি) রয়েছে। যা অনুমোদিত ০.১ শতাংশের বেশি। এই ঘটনার গ্রেফতার হন প্রস্তুতকারক সংস্থার মালিক।
২ টি সিরাপকে 'নিম্নমানের' বলে চিহ্নিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার, বাচ্চাকে খাওয়ানোর আগে সতর্ক হন
Weeks after the tragic deaths of several children in Madhya Pradesh, allegedly due to adulterated cough syrup, the World Health Organization (WHO) has issued a warning against three Indian-made syrups. https://t.co/0awBvA3mgU
— Rekha Dangwal (@rek45661) October 14, 2025