ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ জেল (Jail) না ব্যায়ামাগার? জেলের মধ্যেই শাগরেদদের সঙ্গে নিয়ে চলছে শরীরচর্চা আসামির এই ভিডিয়ো (Viral Video) ঘিরে শোরগোল সোশ্যাল মিডিয়ায় জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রায়পুর জেলে ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে মাদক পাচার মামলায় ধৃত রশিদ আলি ওরফে রাজা জেলের ১৫ নম্বর ব্যারাকে ব্যায়াম করছে তার সঙ্গে দেখা যাচ্ছে, কুখ্যাত অপরাধী রোহিত যাদব এবং রাহুল বাল্মীকিরা রশিদ আলির সঙ্গে সেলফিও তুলতে দেখা যায় বাকি বন্দিদের সেই ছবি ভাইরাল হতেই উঠছে প্রশ্ন কীভাবে জেলের মধ্যে এভাবে বন্দিদের অবাধ বিচরণ? শরীরচর্চা করার অত্যাধুনিক সামগ্রীই বা কোথায় পেল আসামীরা? উঠছে সেই প্রশ্নও যদিও এই অভিযোগ একেবারেই নস্যাৎ করে দিয়েছে জেল কর্তৃপক্ষ যদিও প্রাথমিক তদন্তের পর, জেলের সুপারিনটেনডেন্ট কর্তব্যে গাফিলতির অভিযোগে দুই কারারক্ষী রাধেলাল খুন্তে এবং বিপিন খালখোকে বরখাস্ত করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, শশাঙ্ক চোপড়া নামে এক বিচারাধীন বন্দি জেলের মধ্যে একটি মোবাইল ফোন পাচার করে অভিযোগ, সেই ফোন ব্যবহার করেই শরীরচর্চা নানা কার্যকলাপ ক্যামেরাবন্দি করা হয়

জেলের মধেই চলছে আসামিদের জিম, আড্ড, ভিডিয়ো ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল