নয়াদিল্লিঃ চিকিৎসকের পরামর্শ মতো ঘুমের ওষুধ কিনতে গিয়েছিলেন। কিন্তু তার পরিণতি যে এমন ভয়ঙ্কর হবে তা স্বপ্নেও ভাবতে পারেননি বৃদ্ধা। ওষুধ (Medicine) কিনতে গিয়েই ফাঁকা হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। খোয়া গেল ৭৭ লক্ষ টাকা। কিনতি কীভাবে? জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে দিল্লির বসন্তকুঞ্জ এলাকায়। গত বছর অগস্ট মাসে একটি ওষুঢ বিক্রির অনলাইন ওয়েবসাইটে নাম লেখান ওই বৃদ্ধা। উল্লেখ্য, শিক্ষকতা থেকে অবসর গ্রহণের পর স্নায়ুরোগে আক্রান্ত তিনি। ওষুধই তাঁর নিত্যসঙ্গী। তাই প্রয়োজনীয় ওষুধ অনলাইনে অর্ডার করেই আনাতেন। এদিনও ওই ওয়েবসাইটের মাধ্যমে ওষুধ অর্ডার দেন তিনি। এরপরই তাঁর কাছে একটি ফোন আসে।
সাইবার প্রতারণার শিকার বৃদ্ধা, হারালেন ৭৭ লক্ষ টাকা
ফোনের ওপার থেকে বলা হয় অবৈধ ওষুধ কেনার অভিযোগে তাকে ডিজিটাল অ্য়ারেস্ট করা হচ্ছে। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো বা এনসিবির কর্তার পরিচয় দিয়ে ফোনে ওই ব্যক্তি জানান, বৃদ্ধার বিরুদ্ধে মাদক পাচারেরও অভিযোগ রয়েছে। পুলিশের হাত থেকে বাঁচতে অবিলম্বে ৩ লক্ষ টাকা পাঠাতে বলা হয়। তার কথা শুনে ভয়ে সেই টাকা পাঠিয়েও দেন বৃদ্ধা। এরপর আবার ফোন আসে দশ দিন বাদে। সেবার বৃদ্ধার থেকে ২০ হাজার টাকা নেওয়া হয়। এরপর আবার ফোন করে স্ক্রিনশটের মাধ্যমে বৃদ্ধার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য নিয়ে নেয় প্রতারকেরা। এরপরই স্রাসর ৭৫ লক্ষ টাকা হাতিয়ে নেয় তারা। প্রতারণার শিকার হয়েছেন বুঝে পুলিশের দ্বারস্থ হন বৃদ্ধা। তদন্তে নেমে মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ওষুধ কিনতে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা, ৭৭ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধা
Woman, 62, Wanted To Buy Sleeping Pills, But Lost Rs 77 Lakh In Digital Arresthttps://t.co/3MlsFH5GRF pic.twitter.com/GDymW16aHI
— NDTV (@ndtv) July 28, 2025