নয়াদিল্লিঃ যৌতুকের দাবিকে বধূকে পুড়িয়ে মারার ঘটনায় উত্তাল গোটা দেশ। গ্রেটার নয়ডার এই ঘটনার পর প্রকাশ্যে আসছে পণ সংক্রান্ত একাধিক অভিযোগ। এবার এই তালিকায় জুড়ল মধ্যপ্রদেশের নাম। এবার পণের দাবিতে গৃহবধূর উপর নির্মম অত্যাচারের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ছুরি গরম করে তরুণীর মুখে ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অল্পের জন্য প্রাণে বাঁচেন তরুণী। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের খারগান জেলায়। নির্যাতিতার নাম খুশবু পিপলিয়া। বিয়ের পর থেকেই স্বামীর অত্যাচারের স্বীকার তিনি। এই বিয়েতে খুশি নন স্বামী তা শুরুতেই জানিয়ে দেন তিনি। এরপরই চলে অত্যাচার। পণের জন্যও খুশবুকে বারংবার চাপ দিতে থাকেন অভিযুক্ত স্বামী।
সম্প্রতি আরও বাড়ে অত্যাচার। ঘটনার দিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে খুশবুর উপর অত্যাচার শুরু করে স্বামী। তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। হাত-পা বেঁধে রান্নাঘরে নিয়ে গিয়ে ছুরি গরম করে তাঁর মুখে ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কোনওরকমে স্বামীর হাত থেকে বেঁচে বাবাকে ফোন করেন খুশবু। এরপর তাঁর বাবা লোকেশ বর্মা মেয়েকে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করেন। গুরুতর জখম অবস্থাউ খুশবুকে আওয়ারকাছ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই পুলিশের দ্বারস্থ হন খুশবু ও তাঁর পরিবার। মেঙ্গাওঁ থানায় অভিযোগ দায়ের করা হয়।
পণের দাবিতে ফের অত্যাচারের ঘটনা, স্ত্রীর মুখে গরম ছুরি ঢুকিয়ে দিল স্বামী
#BREAKING || Another Dowry Horror from Madhya Pradesh
A newlywed woman has alleged that her husband tortured her. Reportedly, the woman was tied, beaten, and burned with a knife heated on a gas stove.
When dowry was not given, the wife was subjected to torture: @makarandkale… pic.twitter.com/2loLNMcrPV
— TIMES NOW (@TimesNow) August 26, 2025