নয়াদিল্লিঃ এবার মেয়েকে যৌন নিগ্রহের (Sexual Assault) অভিযোগ উঠল খোদ মায়ের (Mother) বিরুদ্ধে। মেয়ের বয়স মাত্র ১৪। মেয়েকে বিবাহিত জীবনে ঘনিষ্ঠ হওয়ার পাঠ পরড়াতেন মা, দিতেন গোপনাঙ্গে হাত, এমনটাই অভিযোগ মেয়ের। ইতিমধ্যেই নবম শ্রেণির ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে মাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। যদিও পুলিশি জেরায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মা। পকসো আইনের একাধিক ধারায় দায়ের অভিযোগ।
নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা, আটক মা
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। কিশোরীর অভিযোগ, বিভিন্ন সময় তার মা তাঁকে বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে কীভাবে ঘনিষ্ঠ হতে হয় ইত্যাদি শেখাতেন। শুধু তাই নয়, মাঝেমাঝে গোপনাঙ্গেও হাত দিতেন মা, এমনটাই অভিযোগ মেয়ে। জানা গিয়েছে, বেঙ্গালুরুতে দুই মেয়েকে নিয়ে একাই থাকতেন ওই মহিলা। স্বামীর সঙ্গে মতপার্থক্য থাকায় তিনি আলাদাই থাকতেন। বেঙ্গালুরুর একটি বেসরকারি স্কুলেই পড়ত ওই কিশোরী। স্কুলের কাউন্সিলরের কাছেই গোটা ঘটনাটি খুলে বসে সে। এরপরই পুলিশের দ্বারস্থ হয় সে। মাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। অন্যদিকে ওই নাবালিকার বয়ানও রেকর্ড করা হয় পুলিশের তরফে।
খোদ মায়ের বিরুদ্ধে মেয়েকে যৌন হেনস্থার অভিযোগ
Bengaluru Shocker: Woman Sexually Abuses Minor Daughter Under Pretext of Preparing Her for ‘Post-Marriage Intimacy’ in Karnataka, Mother Denies Allegation#Karnataka #Bengaluru #ChildSexAbuse
— LatestLY (@latestly) June 29, 2025
Read: https://t.co/W7AKY9LY02
— LatestLY (@latestly) June 29, 2025