নয়াদিল্লিঃ নবমীর (Nabami) রাতে উদ্ধার মহিলার গলাকাটা দেহ। পাশাপাশি রেললাইনের ধার থেকে উদ্ধার এক যুবকের দেহ। দু'টি ঘটনার যোগসূত্র খুঁজছে অন্ধ্রপ্রদেশ পুলিশ। প্রাথমিক সূত্রে পুকিশের অনুমান খুন করা হয়েছে ওই মহিলাকে। আর আত্মঘাতী হয়েছেন যুবক। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার সমরলোকোটা এলাকায়। এদিন সমরলাকোটার পানাসপাদু গ্রামের শুভ্রমানেশ্বরা স্বামী মন্দিরের পাশে একটি খালের ধারে ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁর গলা কাটা ছিল। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে। এরপর পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। এখনও পর্যন্ত ওই মহিলার পরিচয় জানা যায়নি। অন্যদিকে এদিনই সমরলাকোটার গুদাপত্রি রেলওয়ে গেটের কাছ থেকে উদ্ধার হয় এক যুবকের দেহ। ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন তিনি এমনটাই জানা গিয়েছে। মহিলার দেহ যে খাল থেকে উদ্ধারা হয় তার থেকে এই রেলগেটের দূরত্ব খুব একটা বেশি নয়। তাই দু'টি ঘটনার মধ্যে কোনও সংযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই দু'টি দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় পেড্ডাপুরম এলাকার ডেপুটি পুলিশ সুপার বলেন, "ঘটনাস্থল ঘুরে দেখে মনে হচ্ছে দু'টি ঘটনার মধ্যে যোগসূত্র থাকলেও থাকতে পারে। "
নবমীর রাতে মহিলা যুবকের জোড়া দেহ উদ্ধার
𝐖𝐨𝐦𝐚𝐧'𝐬 𝐭𝐡𝐫𝐨𝐚𝐭 𝐬𝐥𝐢𝐭, 𝐦𝐚𝐧 𝐟𝐨𝐮𝐧𝐝 𝐝𝐞𝐚𝐝 𝐨𝐧 𝐭𝐫𝐚𝐜𝐤𝐬; 𝐀𝐧𝐝𝐡𝐫𝐚 𝐜𝐨𝐩𝐬 𝐩𝐫𝐨𝐛𝐞 𝐦𝐮𝐫𝐝𝐞𝐫-𝐬𝐮𝐢𝐜𝐢𝐝𝐞 𝐥𝐢𝐧𝐤
Police in #AndhraPradesh's #Kakinada district are investigating a suspected case of #murder and suicide after a young woman… pic.twitter.com/e0UtuGFBQv
— IndiaToday (@IndiaToday) October 1, 2025