নয়াদিল্লিঃ কাঁধের (Shoulder) সঙ্গে বাঁধা হাত-পা। আবর্জনার স্তূপ (Garbage) থেকে উদ্ধার মহিলার বস্তাবন্দি দেহ। চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। অনুমান মহিলার বয়স ৩০ থেকে ৩৫-এর মধ্যে। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মহিলার নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আবর্জনার স্তূপ থেকে উদ্ধার মহিলার দেহ, শুরু তদন্ত
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর মহানগর পালিক এলাকায়। পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ১টা থেকে ৩টের মধ্যে কেউ গাড়ির পিছনের অংশে দেহটি ফেলে দিয়ে যায়। পরে এক সাফাইকর্মীর চোখে বিষয়টি পড়তে পুলিশে খবর দেন তিনি। এরপরই ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। বস্তার মধ্যে হাত, পা বাঁধা অবস্থায় উদ্ধার হয় দেহটি। ধর্ষণ করে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। খুনের মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ। এই প্রসঙ্গে বেঙ্গালুরুর যুগ্ম পুলিশ কমিশনার সি ভামসি কৃষ্ণ জানান, বস্তার মধ্য থেকে উদ্ধার হওয়া মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে সবটা পরিস্কার হবে।
হাত-পা বাঁধা, আবর্জনার স্তূপ থেকে উদ্ধার মহিলার বস্তাবন্দি দেহ
Bengaluru Horror: Woman’s Body Found Stuffed in Sack, Dumped in Garbage Truck Near Channammanakere Skating Ground; Murder, Possible Sexual Assault Under Investigation #Bengaluru #Crime #Murder
— LatestLY (@latestly) June 29, 2025
Read: https://t.co/m8rLTvJ5zy
— LatestLY (@latestly) June 29, 2025