Representational Image (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ সোশ্যাল মিডিয়ায় (Social Media) পরিচয় সেখান থেকে বন্ধুত্ব সাক্ষাৎ করার নামে ডেকে আপত্তিকর ভিডিয়ো দেখিয়ে হুমকি দিয়ে তরুণীকে ধর্ষণ(Rape) অবশেষে গ্রেফতার অভিযুক্ত ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়ার রোপানপুরে অভিযুক্তের নাম আশিষ কুমার বয়স মাত্র ২৩ মাউ জেলার রোপানপুরের বাসিন্দা আশিষ পুলিশ সূত্রে খবর, দু'বছর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আশিষের সঙ্গে পরিচয় হয় বছর ২৭-এর ওই তরুণীর অভিযোগ, দেড় বছর আগে সাক্ষাতের জন্য ডাকে অভিযুক্ত এরপরই মাদক খাইয়ে ধর্ষণ করা হয় তাঁকে আপত্তিকর একটি ভিডিয়ো তুলে রাখে সে তা দেখিয়েই বিগত দেড় বছর ধরে তাঁকে লাগাতার হুমকি দেওয়া হয় অবশেষে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা তদন্তে নেমে ইব্রাহিমপট্টি শহর থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তে তার বিরুদ্ধে ধর্ষণ এবং তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে বুধবার ধৃতকে আদালতে তোলা হলে তাকে আপাতত জেল হেফাজতের নির্দেশ দেয় কোর্ট

সোশ্যাল মিডিয়ায় আলাপ, সাক্ষাতের নামে ডেকে মাদক খাইয়ে ধর্ষণ, গ্রেফতার 'বন্ধু'