নয়াদিল্লিঃ ফের হাসপাতালে (Hospital) রোগী মৃত্যুর অভিযোগ। গাফিলতির অভিযোগে গ্রেফতার ডাক্তার। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কুশিনগরে। অভিযুক্ত চিকিৎসকের নাম ডঃ মহম্মদ সৈয়দ। জানা গিয়েছে, শনিবার খাদ্দা শহরের বিভ্রান্ত হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন আসমা খাতুন নামে এক ২৫ বছরের এক তরুণী। এদিন রাতে সিজার হয় তাঁর। সন্তানের জন্ম দেন তিনি। অভিযোগ, প্রথমে হাসপাতালের তরফে জানানো হয়, মা এবং সদ্যজাত দুজনেই ভাল আছে। কিন্তু রাত হওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতাল থেকে জানানো হয় মা ও সন্তানের অবস্থা আশঙ্কাজনক। রক্তের প্রয়োজন বলে খবর দেওয়া হয় রোগীর পরিবারকে। পরে বলা হয় রোগীদের অন্যত্র স্থানান্তর করতে। রাতে ওই হাসপাতালেই মৃত্যু হয় মা ও শিশুর। এরপরই ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবার। তাঁদের অভিযোগ, ওই রাতেই নিজের গাড়িতে চেপে হাসপাতাল ছাড়েন ডঃ মহম্মদ সৈয়দ। এরপরই পুলিশের দ্বারস্থ হয় মৃতদের পরিবার। হাসপাতালের গাফিলতির জেরেই মৃত্যু বলে অভিযোগ তাঁদের। রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই চিকিৎসককে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Woman, Newborn Die In UP Hospital, Doctor Arrested For Negligence: Cops https://t.co/lT8bAaawkz pic.twitter.com/Vyd6EX1J46
— NDTV (@ndtv) June 15, 2025