নয়াদিল্লিঃ ফের প্রেমিকের (Boyfriend) সাহায্য নিয়ে স্বামীকে(Husband) খুনের (Murder) অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। খুন করে মৃতদেহ পুঁতে রাখা হল বাড়ির টাইলসের নীচে। মহারাষ্ট্রের ঘটনায় ছড়াল চাঞ্চল্য। সোমবার সকালে টাইলস ভেঙে উদ্ধার করা হল মৃতদেহ। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘরে। মৃতের নাম বিজয় চৌহান ( ৩৪)। মুম্বইয়ের থেকে প্রায় ৭০ কিলমিটার দূরে নাল্লাসোপাড়ার গাঙ্গনিপাড়া এলাকার একটি হাউসিং সোসাইটিতে পরিবার নিয়ে থাকতেন তিনি। জানা গিয়েছে, গত দু'সপ্তাহ ধরে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজ না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন বিজয়ের এক ভাই। তদন্ত শুরু করে পুলিশ।
ফের প্রেমিকের সাহায্য নিয়ে স্বামীকে খুন স্ত্রীর
সোমবার বিজয়ের পালঘরের বাড়িতে আসে পুলিশ। ঘরের মেঝেতে অস্বাভাবিক কিছু ঠেকায় টাইলস ভাঙা হয়। এরপরই উদ্ধার হয় বিজয়ের দেহ। এরপর জানা যায়, প্রতিবেশী মনুশর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল বিজয়ের স্ত্রী কোমল চৌহন। প্রেমিক মনুর সঙ্গে মিলেই 'পথের কাঁটা' বিজয়কে খুন করে কোমল এমনটাই পুলিশ সূত্রে খবর। পুলিশের অনুমান প্রায় ২ সপ্তাহ আগে এই খুন করা হয়েছে। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে কোমল ও মনু। তাদের হন্যে হয়ে খুঁজছে পুলিশ।
প্রেমিকের সাহায্যে ফিল্মি কায়দায় স্বামীকে খুন স্ত্রীর, দেহ মিলল টাইলসের ভিতরে
‘Drishyam’-Style Murder Rocks Mumbai: Woman Murders Husband With Lover’s Help, Buries Body Under House Floor in Nala Sopara#Maharashtra #NalaSopara #Mumbai #CrimeNews
— LatestLY (@latestly) July 21, 2025
Read: https://t.co/Jpahf2IYkz
— LatestLY (@latestly) July 21, 2025