Stray Dog Attack (Photo Credits: Wikimedia Commons)

নয়াদিল্লিঃ দিল্লির (Delhi)রাস্তা থেকে পথ কুকুরদের (Stray Dogs) সরিয়ে নির্দিষ্ট পশু আশ্রয়ে রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট(Supreme Court) আর এর মধ্যেই উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কুশীনগরে রাস্তায় একপাল কুকুরের কবলে পড়ে মৃত্যু হলো এক মহিলার। মঙ্গলবার কুশীনগরের হাটা থানা এলাকার অর্জুন ডুমরি গ্রামে এই ঘটনা ঘটে মৃত মহিলার নাম মাধুরী দেবী বয়স ৩০ মঙ্গলবার সন্ধ্যায় গ্রাম পঞ্চায়েতের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই মহিলাকে স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই মহিলাকে ঘিরে ছিল এক পাল কুকুর লাঠি উঁচিয়ে কুকুরদের সরিয়ে ওই মহিলাকে উদ্ধার করেন পুলিশকর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন

ক্কুরের কামড়ে ফের মৃত্যু দেশে, মৃত ১ পথচারী

উল্লেখ্য, গত সোমবারই আমরোহা জেলায় কুকুরের কামড়ে জখম হয় এক আট বছরের কিশোর প্রসঙ্গত, সরকারি তথ্য অনুযায়ী ২০২৪ সালে রা দেশে কুকুরের কামড়ে আক্রান্ত প্রায় ২২ লক্ষ মানুষ। মৃত ৩৭ জন। এই নিয়ে সম্প্রতি কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানায়, দিল্লি ও তার লাগোয়া এলাকা থেকে রাস্তার কুকুরদের সরিয়ে নির্দিষ্ট আশ্রয়ে রাখতে হবে। সুপ্রিম কোর্টের এই রায়ে মিশ্র প্রতিক্রিয়া গোটা দেশে

সুপ্রিম কোর্টের নির্দেশের ৩৬ ঘণ্টাও কাটেনি, ফের কুকুরের কামড়ে মৃত্যু পথচারীর