রাহুল চৌহান (ছবিঃX)

নয়াদিল্লিঃ মাঝ রাস্তায় স্বামী-স্ত্রীর (Couple) মধ্যে তুমুল অশান্তি। যার জেরে বাপেরবাড়ি চলে যান স্ত্রী(Wife)। রাগের বশে দুই যমজ সন্তানের গলা কেটে দিল যুবক। এরপর থানায় গিয়ে আত্মসমর্পণ করে সে। নারকীয় ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বুলধান জেলায়। অভিযুক্ত যুবকের নাম রাহুল চৌহান। জানা গিয়েছে, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বেরিয়েছিল রাহুল। মাঝ রাস্তায় স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি শুরু হয়। ঝগড়া শেষ না করেই বাপেরবাড়ি চলে যান স্ত্রী। এতেই চটে রাহুল। দুই সন্তানকে নিয়ে জঙ্গলের দিকে হাঁটা দেয় সে। এরপর সেখানেই দুই সন্তানকে গলা কেটে খুন করে সে। সোজা থানায় গিয়ে অপরাধের কথা নিজের মুখে বলে রাহুল। তরিঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর, রাহুলের ঘটনার বিবরণের সঙ্গে মৃতদেহের কোনও মিল পাওয়া যায়নি। অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় দুই শিশুর দেহ। তাদের শরীরে আঘাতের কোনও চিহ্ন মেলেনি। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিম। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই খুনের কিনারা করা যাবে বলে জানিয়েছে পুলিশ।

স্ত্রীর সঙ্গে বচসা, রাগের বশে যমজ সন্তানের গলা কাটল যুবক