নয়াদিল্লিঃ ফের প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে (Husband) খুনের (Murder) অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহরাইচ (Baharaich)জেলায়। মৃতের নাম জাকির আলী। কিছু বছর আগে হাসিনা বেগমের সঙ্গে বিয়ে হয় তাঁর। এই দম্পতির ছয় সন্তান রয়েছে। স্ত্রী ও সন্তানদের নিয়ে বাহরাইচের আলিনগরের কালা গ্রামে থাকতেন জাকির। শনিবার বাড়ির বারান্দা থেকে উদ্ধার হয় জাকিরের দেহ। পুলিশ সূত্রে খবর, শুরুতে গোটা ঘটনার মোড় আত্মীয়ের দিকে ঘোরাতে চায় স্ত্রী হাসিনা। সে দাবি করতে থাকে, পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন হয়েছেন তার স্বামী। আত্মীয়রাই জাকিরকে খুন করেছে বলে অভিযোগ করতে থাকে হাসিনা। এরপর তদন্তে নেমে গোটা ঘটনার কিনারা করে পুলিশ। জানা যায়, গত প্রায় দুই বছর ধরে আবদুল সালাম নামে ২০ বছরের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ায় হাসিনা। তাদের এই সম্পর্কে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন জাকির। তাই পরিকল্পনামাফিক তাঁকে খুন করে এই যুগল। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানায়, ২৪ অক্টোবর রাতে জাকির ঘুমিয়ে পড়ার পর শ্বাসরোধ করে তাঁকে খুন করে তারা। এরপর বারান্দায় দেহ রেখে দেওয়া হয়। ইতিমধ্যেই খুনের দায়ের সালাম ও হাসিনাকে গ্রেফতার করেছে পুলিশ।
পরকীয়ায় মত্ত, প্রেমিকের সঙ্গে মিলে 'পথের কাঁটা' স্বামীকে খুন স্ত্রীর
बहराइच : 6 बच्चों की मां ने प्रेमी संग की पति की हत्या
➡खैरीघाट पुलिस, SOG की टीम ने किया खुलासा
➡पत्नी, उसके पड़ोसी प्रेमी को किया गया गिरफ्तार
➡दोनों के प्रेम प्रसंग में रोड़ा बन रहा था जाकिर
➡पड़ोसी अब्दुल सलाम से हसीना का था प्रेम प्रसंग
➡गले में दुपट्टा कसकर की हत्या,… pic.twitter.com/QUSE5GVRcO
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) October 26, 2025