Representational Image (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ ইনস্টাগ্রামে (Instagram) পরিচয় তড়িঘড়ি বিয়ে কিন্তু বেশিদিন টিকল না সংসার দ্বিতীয় স্বামীর হাতে নৃশংসভাবে খুন তরুণী শ্বাসরোধ করে খুন করে দুর্ঘটনা বলে চালানোর অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে অবশেষে গ্রেফতার স্বামীঘটনাটি ঘটেছে, বেঙ্গালুরুর মারাগোন্দানাহাল্লিতে বাড়ি থেকে উদ্ধার হয় ৩৫ বছরের রেশমা নামের এক মহিলার দেহ এই ঘটনায় গ্রেফতার হন স্বামী প্রশান্ত কুমার

জানা গিয়েছে, প্রথম স্বামীর মৃত্যুর পর প্রশান্তের প্রেমে পড়েন রেশমা মেয়েকে মানুষ করার জন্য পরিচারিকার কাজ করতেন তিনি ইনস্টাগ্রামে প্রশান্তের সঙ্গে পরিচয় হয় তাঁর এরপর ক্রমে দু'জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে 'মাস আগে বিয়ে হয় প্রশান্ত রেশমার এরপরই একসঙ্গে থাকা শুরু করেন তাঁরা বিয়ের পর পর সব ভাল চললেই কিছুদিন পর থেকেই শুরু হয় অশান্তি রেশমার চরিত্র নিয়ে তাঁকে সন্দেহ করতে শুরু করে প্রশান্ত ১৫ অক্টোবর বচসা তুঙ্গে পৌঁছলে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে প্রশান্ত এরপর গোটা ঘটনাকে দুর্ঘটনা বলে চালাতে চাইলেও ধরা পড়ে যায় তিনি শৌচালয়ে স্ত্রীর মৃতদেহ ফেলে রেখে গিজার অন করে রেখে দেয় সে যাতে মনে হয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে রেশমার ইতিমধ্যেই খুনের দায়ে প্রশান্তকে গ্রেফতার করেছে পুলিশ