Representative Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লি: পুনে (Pune) শহরে বহুতল ভবনের ছাদ থেকে এক মহিলা তার ৬ বছর বয়সী ছেলেকে নিয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। পুলিশ সূত্রে খবর, মহিলার নাম ময়ূরী শশীকান্ত দেশমুখ (৩১)। আম্বেগাঁও থানার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ‘ঘটনাটি সন্ধ্যা ৬.৩০ টার দিকে কল্পক হাউজিং সোসাইটিতে ঘটে। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই যে একজন মহিলা তাঁর সন্তানসহ তাঁদের সোসাইটির ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন।’

আরও পড়ুন: Mumbai Fraud: অর্থের বিনিময়ে ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ, টাকা দিতে অস্বীকার করায় অশ্লীল ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি, গ্রেফতার ৪ প্রতারক

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মহিলার নাম ময়ূরী শশীকান্ত দেশমুখ এবং তাঁর ছেলের নাম বিষ্ণু শশীকান্ত দেশমুখ। তাঁরা আম্বেগাঁও বুদরুকের দলভি নগরের কল্পক সৃষ্টি সোসাইটিতে থাকতেন। এক পুলিশ কর্মকর্তা বলেন, মহিলার বাড়িতে আমরা একটি নোটবুকে রাখা একটি সুইসাইড নোট পেয়েছি যেখানে তিনি অভিযোগ করেছেন যে হয়রানির শিকার হয়ে তিনি এই চরম পদক্ষেপ নিচ্ছেন। আমরা মামলাটি তদন্ত করছি।