নয়াদিল্লিঃ ছেলেবেলা থেকেই অভিনয়ের(Acting) ইচ্ছে। আর সেই স্বপ্নকে সত্যি করতে গিয়েই প্রতারণার (Fraud) শিকার ১৮ বছরের তরুণী। ওয়েব সিরিজে(Wb Series) অভিনয়ের সুযোগ করে দেওয়ার দাবিতে বিপুল পরিমাণে টাকা চাইল প্রতারকরা। টাকা না দিতে পারলে তরুণীর অপ্রীতিকর ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি। পুলিশের দ্বারস্থ তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ৪ প্রতারক। জানা গিয়েছে, ওই তরুণীর নাম রত্নাপ্রিয়া অমিত সিং। বিহারের বাসিন্দা। বয়স মাত্র ১৮। ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের পড়ুয়া তিনি। পড়াশোনার পাশাপাশি ছেলেবেলা থেকেই অভিনয়ের ইচ্ছে ছিল তাঁর। স্বপ্ন দেখেছিলেন নায়িকা হবেন। আর সেই স্বপ্নের পথে বা বাড়িয়েই বিপাকে পড়লেন তিনি।
অভিনেত্রী হওয়ার আশায় প্রতারকদের ফাঁদে পড়লেন তরুণী
অভিযোগ, গত ৯ জুন তাঁর কাছে একটি ফোন আসে। ফোনে ওপাড় থেকে এক ব্যক্তি নিজেকে ভবেশ বলে পরিচয় দেন। ভবেশ জানান, তিনি 'জিএম স্টুডিও' থেকে কথা বলছেন। পরিচালক রাহুল প্যাটেলের আসন্ন ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ দেওয়া হচ্ছে ওই তরুণীকে। এরপরই রত্নাপ্রিয়ার থেকে তাঁর ছবি ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের লিঙ্ক চাওয়া হয়। এরপর শিবম আগারওয়াল নামে এক ব্যক্তির সঙ্গে রত্নাপ্রিয়ার যোগাযোগ করিয়ে দেন ভবেশ। বিমানের টিকিট, খাওয়া-দাওয়ার খরচ বাবদ ওই তরুণীর থেকে ১০ হাজার টাকা নেওয়া হয়। অনলাইনে পুরো টাকা দেন ওই তরুণী। এরপরই শিবম নানাভাবে টাকার দাবি জানান। সেই টাকা দিতে অস্বীকার করতেই রত্নাপ্রিয়ার কিছু ছবি অশ্লীলভাবে এডিট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিতে থাকেন প্রতারকেরা। পুলিশের দ্বারস্থ হন ওই পড়ুয়া। মুম্বইয়ের ডিএন নগর থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, ভবেশ এবং শিবমের আসল নাম অন্য, তাঁরা ছদ্মনাম নিয়ে এই প্রতারণা চালায়। তাঁদেরও গ্রেফতার করে পুলিশ।
অর্থের বিনিময়ে ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ, টাকা দিতে অস্বীকার করায় অশ্লীল ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি, গ্রেফতার ৪ প্রতারক
18-YO Aspiring Actress in Mumbai Duped With Fake Web Series Offer, Blackmailed With Morphed Photos; Complaint Filedhttps://t.co/8OCtX9os7p#Cheating #CastingFraud #Mumbai #EntertainmentNews
— LatestLY (@latestly) June 19, 2025