আগ্রা: ব্যবসার টোপ (pretext of business) দিয়ে প্রতারণা (duped) করা হল ভারতীয় ক্রিকেটার দীপক চাহারের (Indian cricketer Deepak Chahar) স্ত্রী (wife) জয়া ভরদ্বাজকে (Jaya Bhardwaj)। এর জেরে ১০ লক্ষ টাকা খোয়ালেন তিনি। ইতিমধ্যে এই বিষয়ে উত্তরপ্রদেশের (UttarPradesh) আগ্রার (Agra) হরি পারবত পুলিশ স্টেশনে (Hari Parvat police station) একটি অভিযোগ দায়ের করেছেন দীপক চাহারের বাবা লোখেন্দ্র চাহার (Lokendra Chahar)। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রাথমিকভাবে জানা গেছে, একটি ব্যবসায় বিনিয়োগ করার জন্য জয়া ভরদ্বাজকে প্রস্তাব দেয় দুই ব্যক্তি। তাদের কথা মেনে ১০ লক্ষ টাকা দেন জয়া। তারপরই তিনি বুঝতে পারেন যে তাঁকে প্রতারণা করা হয়েছে। তেলেঙ্গানার (Telengana) হায়দরাবাদের (Hyderabad) বাসিন্দা দুই ব্যক্তি ধ্রুব ও কমলেশ পারেখকে এই বিষয়ে সন্দেহ করা হচ্ছে। এদের মধ্যে একজন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিল বলেও খবর।
পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে, ২০২২ সালের ৭ অক্টোবর দুই অভিযুক্ত ১০ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। তারপর থেকে আর কোনও টাকা ফেরত দেয়নি। শুধু তাই নয়, দীপক চাহারের পরিবারের তরফে টাকা ফেরত চাইলে তাদের অভিযুক্তরা হুমকি দেয় বলেও অভিযোগ।
Indian cricketer #DeepakChahar's wife duped of Rs 10 lakhs on pretext of business, details insidehttps://t.co/Q0h1QQxlXU
— DNA (@dna) February 3, 2023