নয়াদিল্লিঃ ফের দেশে পণের (Dowry) দাবিতে বধূ নির্যাতন (Domestic Violence)। নববধূকে আটকে রেখে গায়ে সাপ ছেড়ে দিল শ্বশুরবাড়ির লোকেরা। ভয়ে যখন চিৎকার করে কাঁদছেন গৃহবধূ তখন হাসির রোল স্বামী-সহ অন্য়ান্যদের। শেষ পর্যন্ত সাপের কামড়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন নির্যাতিতা।
ঘটনাটি ঘটেছে,কানপুরের কর্নেলগঞ্জে। নির্যাতিতার দিদির অভিযোগ, চলতি বছরের ১৯ মার্চ শাহনাওয়াজের সঙ্গে বিয়ে হয় বোন রেশমার। বিয়ের পর থেকেই পাঁচ লক্ষ টাকার জন্য রেশমার উপর অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকজন। গত ১৮ সেপ্টেম্বর অত্যাচার চরম আকার নেয়। গৃহবধূকে শারীরিক অত্যাচারের পর গায়ে সাপ ছেড়ে দেওয়া হয়। বন্ধ ঘরে সাপ দেখে ভয়ে পেয়ে যান রেশমা। রাতে ওই সাপ কামড় দেয় রেশমাকে। ব্যথায় ছটপট করতে থাকেন রেশমা। তা দেখে ঘরের বাইরে দাঁড়িয়ে হাসতে থাকেন স্বামী-সহ অন্যান্যরা। এরপর কোনওক্রমে ফোনে দিদি রিজওয়ানার সঙ্গে যোগাযোগ করেন রেশমা। তারপর তিনই বোনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তিনি। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন রেশমা। অন্যদিকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
পণের দাবিতে নববধূর গায়ে ছেড়ে দেওয়া হল সাপ,হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই তরুণীর
A woman in Kanpur was reportedly confined to a room by her in-laws and bitten by a snake allegedly released due to unmet dowry demands. Police have registered a case against seven people, and an investigation is ongoing.
Read more: https://t.co/Z1m7OB9JTw | @Simerchawla20… pic.twitter.com/3CXvgpJZe3
— IndiaToday (@IndiaToday) September 22, 2025