Bengaluru: সঙ্গীর ফোনের গ্যালারি খুলতেই মাথায় আকাশ ভেঙে পড়ল তরুণীর
Representational Image (Photo Credit: File Photo)

বেঙ্গালুরু: সঙ্গীর ফোনের গ্যালারি দেখে চমকে ওঠেন প্রেমিকা। প্রেমিকের ফোন গ্যলরি খুলতেই মাথায় আকাশ ভেঙে পড়ে ২২ বছর বয়সী তরুণীর। ফোন গ্যলরি খুলে দেখতে পান, প্রেমিকের ফোনে তাঁর ছবি সহ অনান্য মহিলাদের ১৩০০০ নগ্ন ছবি। সূত্রে খবর, বিপিও কোম্পানিতে কাজ করার সময় গত পাঁচ মাস আগে তরুণী ও ওই যুবকের দেখা হয় গত ৪ মাস ধরে তাঁরা সম্পর্ক ছিল। আরও পড়ুন: Jaunpur Shocker: মদ নিয়ে গণ্ডগোলের জের, বিয়ের আসরে দুই ভাইকে কুপিয়ে খুনে অভিযুক্ত ৬

সম্প্রতি তরুণীর সন্দেহ হওয়ায় সে তাঁর প্রেমিকের ফোন লুকিয়ে চেক করেন, তখন তরুণী ছবিগুলো দেখতে পান। ছবিগুলোর মধ্যে তরুণী তাঁর সহকর্মীদের ছবিও দেখতে পান। তিনি অবিলম্বে যুবকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন, এবং গত ২০ নভেম্বর তাঁর অন্যান্য সহকর্মী ও অফিসের সিনিয়রদের কাছে বিষয়টি জানান। বিপিও কোম্পানিটি ২৩ নভেম্বর সাইবার ক্রাইম থানায় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।