![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2021/12/Knife-380x214.png)
তিকমগড়, ১৪ ডিসেম্বর: জোর করে যৌন সংসর্গ করায় স্বামীর পুরুষাঙ্গ কাটল স্ত্রী। গত ৭ ডিসেম্বর মধ্যপ্রদেশের (Madhya Pradesh) তিকমগড় এলাকার রামনগরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। স্থানীয় যাতারা থানার দায়িত্বে থাকা পুলিশকর্মী ত্রিবেন্দ্র ত্রিবেদী জানান, রবিবার এক যুবক থানায় এসে জানান, তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানান। অভিযোগ এই যে, স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে জোর করে যৌন সংসর্গ করেছিলেন তিনি। তাই তাঁর পুরুষাঙ্গে ছুরি চালিয়ে দেয় স্ত্রী। ২০১৯-এ তাঁদের বিয়ে হলেও দাম্পত্য কলহের কারণে তাঁরা আলাদাই থাকতেন। বেশ কিছুদিন হল একসঙ্গে থাকতে শুরু করেছিলেন। আরও পড়ুন-'I'm Major Keen Kumar': 'আমি মেজর কিন কুমার', চিনের সেনাকে বললেন ভারতীয় সেনা; (ভাইরাল ভিডিও)
৭ তারিখে পুরুষাঙ্গ কাটা গেলেও ১২ তারিখে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। কারণ অস্ত্রোপচারের কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই গৃহবধূর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৪ ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।